০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দিয়েছেন তিনি।
রোজা শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০৯:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ১০৫ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দিয়েছেন তিনি।
শুক্রবার লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় এ কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
তিনি বলেন, “জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।”
বাংলাদেশ সময় শুক্রবার বেলা ২টায় পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে দেড় ঘন্টার এ বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের এ কথা জানানো হয়।
ট্যাগস











