সিরাজগঞ্জের রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা।
স্থান-কাল-পাত্র বিবেচনায় সবকিছুর সিদ্ধান্ত নিতে হয়: রিজওয়ানা হাসান

- আপডেট সময় ০৭:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মানের স্থান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার সকালে শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ এ উপস্থিত হন তিনি। ক্যাম্পাস পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এরপর দুপুরে স্পিডবোটে করে উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “এই জায়গাটা দেখার জন্যই মূলত এখানে আসা। সঠিক সময়ে সঠিক কাজটা যাতে করতে পারি সেটাই চেষ্টা করছি। আপনারা জানেন স্থান, কাল, পাত্র বিবেচনায় সব কিছুর সিদ্ধান্ত নিতে হয়।
“রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবি যৌক্তিক, এতে কোনো দ্বিমত নেই। এরই মধ্যে এ ক্যাম্পাস নির্মাণের জন্য একনেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। চলনবিল ও বড়াল নদী সর্ম্পকে আমরা আগে থেকেই অবগত। এগুলোর পরিবেশ ঠিক রেখেই সবকিছু করতে হবে।”
তিনি বলেন, “সিরাজগঞ্জ জেলা তাঁতের শাড়ি উৎপাদন, যমুনা নদী, গো-চারণ ভূমি ও বিখ্যাত মিষ্টির জন্য পরিচিত। আগামীতে যাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কারণে চিনতে পারে আমরা সে ব্যবস্থাই করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার ফারুক হোসেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম