০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
একসময় ওপেন সোর্স এআই মডেলের নেতা হিসেবে পরিচিত মেটা বর্তমানে কর্মীদের পদত্যাগের কারণে সমস্যার মুখে পড়েছে ও নতুন এআই মডেল বাজারে আনার তারিখও পিছিয়েছে।

১০ কোটি ডলার বোনাসে ওপেনএআই কর্মী ভাগানোর চেষ্টা মেটার

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ৬৬ বার পড়া হয়েছে

অল্টম্যান বলেছেন, “আমি শুনেছি, আমাদেরকে নিজেদের সবচেয়ে বড় প্রতিযোগী মনে করে মেটা।” ছবি: রয়টার্স

১০ কোটি ডলার বোনাসের অফার দিয়ে ওপেনএআইয়ের কর্মী নিয়োগের চেষ্টা করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা– এমনই বলেছেন চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।

ওপেনএআই প্রধান বলেছেন, তাদের কর্মীদের নিয়োগ দিতে ১০ কোটি ডলার পর্যন্ত বোনাসের প্রস্তাব দিয়েছে মেটা। কারণ, নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কৌশলকে আরও জোরদার করতে চাইছে ফেইসবুকের মূল কোম্পানিটি।

রয়টার্স লিখেছে, মোটা অংকের অর্থের লোভ দেখিয়ে ওপেনএআই কর্মীদের নিজের দলে টানার এই চেষ্টা– এআই মডেল বিকাশের প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষ প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সর্বশেষ উদাহরণ। এ খবর এমন সময়ে এল যখন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে ‘সুপারইন্টেলিজেন্স ইউনিট’ গড়তে কাজ করছে মেটা।

বর্তমানে এআই ক্ষেত্রে দক্ষ জনবল পাওয়ার প্রতিযোগিতা চরমে পৌঁছেছে। ঠিক যেন পেশাদার খেলোয়াড়দের মতো আকৃষ্ট করার চেষ্টা চলছে অসাধারণ মেধাবী গবেষকদের। কারণ অনেকের ধারণা, একজন দক্ষ ব্যক্তি একাই গোটা কোম্পানিকে গড়তে বা ভাঙতে পারেন।

মঙ্গলবার নিজের ভাইয়ের আয়োজিত ‘আনক্যাপড’ পডকাস্টে অল্টম্যান বলেছেন, “আমাদের দলের অনেক সদস্যকে মোটা অংকের প্রস্তাব দিতে শুরু করেছে মেটা। কেবল চাকরিতে যোগ দেওয়ার জন্যই ১০ কোটি ডলার বোনাস দেবে তারা, আর বার্ষিক আয় তো আরও বেশি।

“তবে, এখন পর্যন্ত আমাদের সেরা কর্মীদের কেউই মেটার প্রস্তাবে রাজি হননি।”

এ বিষয়ে মেটার কাছে জানতে চাওয়া হলে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি প্রযুক্তি জায়ান্টটি। অন্যদিকে, রয়টার্সও নিশ্চিত হতে পারেনি, অল্টম্যান যা বলেছেন তা ঠিক কি না।

অল্টম্যান বলেছেন, “আমি শুনেছি, আমাদেরকে নিজেদের সবচেয়ে বড় প্রতিযোগী মনে করে মেটা।”

সম্প্রতি ডেটা লেবেলিং স্টার্টআপ ‘স্কেল এআই’তে একশ ৪২ কোটি ডলার বিনিয়োগ ও স্টাটআপটির সিইও আলেকজান্ডার ওয়াংকে নিজেদের নতুন এআই টিমের প্রধান করার কয়েক দিন পরই এমন খবর এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

একসময় ওপেন সোর্স এআই মডেলের পথপ্রদর্শক বলে পরিচিত মেটা বর্তমানে কর্মীদের পদত্যাগের কারণে সমস্যার মুখে পড়েছে এবং নতুন ওপেন সোর্স এআই মডেল বাজারে আনার তারিখও পিছিয়েছে কোম্পানিটি, যার মাধ্যম গুগল, চীনের ডিপসিক ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারত মেটা।

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

একসময় ওপেন সোর্স এআই মডেলের নেতা হিসেবে পরিচিত মেটা বর্তমানে কর্মীদের পদত্যাগের কারণে সমস্যার মুখে পড়েছে ও নতুন এআই মডেল বাজারে আনার তারিখও পিছিয়েছে।

১০ কোটি ডলার বোনাসে ওপেনএআই কর্মী ভাগানোর চেষ্টা মেটার

আপডেট সময় ০৪:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

১০ কোটি ডলার বোনাসের অফার দিয়ে ওপেনএআইয়ের কর্মী নিয়োগের চেষ্টা করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা– এমনই বলেছেন চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।

ওপেনএআই প্রধান বলেছেন, তাদের কর্মীদের নিয়োগ দিতে ১০ কোটি ডলার পর্যন্ত বোনাসের প্রস্তাব দিয়েছে মেটা। কারণ, নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কৌশলকে আরও জোরদার করতে চাইছে ফেইসবুকের মূল কোম্পানিটি।

রয়টার্স লিখেছে, মোটা অংকের অর্থের লোভ দেখিয়ে ওপেনএআই কর্মীদের নিজের দলে টানার এই চেষ্টা– এআই মডেল বিকাশের প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষ প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সর্বশেষ উদাহরণ। এ খবর এমন সময়ে এল যখন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে ‘সুপারইন্টেলিজেন্স ইউনিট’ গড়তে কাজ করছে মেটা।

বর্তমানে এআই ক্ষেত্রে দক্ষ জনবল পাওয়ার প্রতিযোগিতা চরমে পৌঁছেছে। ঠিক যেন পেশাদার খেলোয়াড়দের মতো আকৃষ্ট করার চেষ্টা চলছে অসাধারণ মেধাবী গবেষকদের। কারণ অনেকের ধারণা, একজন দক্ষ ব্যক্তি একাই গোটা কোম্পানিকে গড়তে বা ভাঙতে পারেন।

মঙ্গলবার নিজের ভাইয়ের আয়োজিত ‘আনক্যাপড’ পডকাস্টে অল্টম্যান বলেছেন, “আমাদের দলের অনেক সদস্যকে মোটা অংকের প্রস্তাব দিতে শুরু করেছে মেটা। কেবল চাকরিতে যোগ দেওয়ার জন্যই ১০ কোটি ডলার বোনাস দেবে তারা, আর বার্ষিক আয় তো আরও বেশি।

“তবে, এখন পর্যন্ত আমাদের সেরা কর্মীদের কেউই মেটার প্রস্তাবে রাজি হননি।”

এ বিষয়ে মেটার কাছে জানতে চাওয়া হলে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি প্রযুক্তি জায়ান্টটি। অন্যদিকে, রয়টার্সও নিশ্চিত হতে পারেনি, অল্টম্যান যা বলেছেন তা ঠিক কি না।

অল্টম্যান বলেছেন, “আমি শুনেছি, আমাদেরকে নিজেদের সবচেয়ে বড় প্রতিযোগী মনে করে মেটা।”

সম্প্রতি ডেটা লেবেলিং স্টার্টআপ ‘স্কেল এআই’তে একশ ৪২ কোটি ডলার বিনিয়োগ ও স্টাটআপটির সিইও আলেকজান্ডার ওয়াংকে নিজেদের নতুন এআই টিমের প্রধান করার কয়েক দিন পরই এমন খবর এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

একসময় ওপেন সোর্স এআই মডেলের পথপ্রদর্শক বলে পরিচিত মেটা বর্তমানে কর্মীদের পদত্যাগের কারণে সমস্যার মুখে পড়েছে এবং নতুন ওপেন সোর্স এআই মডেল বাজারে আনার তারিখও পিছিয়েছে কোম্পানিটি, যার মাধ্যম গুগল, চীনের ডিপসিক ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারত মেটা।

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম