ইরানে পারমাণবিক শিল্পের শেকড় আছে। এই শেকড় ধ্বংস করা যাবে না- বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
হামলা চালিয়ে ইরানের ‘পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না : বেহরুজ কামালভান্দি

- আপডেট সময় ১২:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৬০ বার পড়া হয়েছে
পারমাণবিক শক্তির বিষয়ে ইরানের জ্ঞান হামলা চালিয়ে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। কামালভান্দি বলেছেন, “ইরানে পারমাণবিক শিল্পের শেকড় আছে। এই শেকড় ধ্বংস করা যাবে না।”
“আমরা ক্ষতির শিকার হয়েছি। কিন্তু পারমাণবিক শিল্প ক্ষতির শিকার হওয়া এবারই প্রথম নয়,” বলেন তিনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই কথা বলেছিলেন।
তার বক্তব্য ছিল, “ইরানের পারমাণবিক কর্মসূচি “স্থানীয় পারমাণবিক জ্ঞানের” ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা “বোমা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে না”।
গত শনিবার (২১ জুন) রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
ওইদিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ স্যোশালে লেখেন- ইরানের ফর্দো,নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় খুবই সফল হামলা চালানো হয়েছে।
এর প্রতিক্রিয়াতেই ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য করা হল।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম