১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
‘পালাবে কোথায়’ গানের কথা লিখে সুর দিয়েছেন সুনিধির স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব।

সুনিধির গানের মিউজিক ভিডিও বানিয়েছেন রাজীব

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে

ভারতীয় সংগীত শিল্পী সুনিধি নায়েকের গাওয়া ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিও আসছে। মিউজিক ভিডিওটি প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার।

 

ক্যারিয়ারের শুরুতে একক গানের ভিডিও তৈরি করতেন নির্মাতা আদনান আল রাজীব। এর পর দীর্ঘ সময় ধরে কেবল বিজ্ঞাপন, নাটক বানানোর কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘আলী ‘ সিনেমা বানিয়ে কান চলচ্চিত্র উৎসবে ইতিহাসও গড়েছেন। এতদিন বাদে ফের মিউজিক ভিডিও নির্মাণে পাওয়া গেছে রাজীবকে।

এই চলচ্চিত্রকারে নির্মাণে ভারতীয় সংগীত শিল্পী সুনিধি নায়েকের গাওয়া ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিও আসছে।

মিউজিক ভিডিওটি প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার।

ফেইসবুকে এই খবর দিয়েছেন রাজীব।

‘পালাবে কোথায়’ গানের কথা লিখে সুর দিয়েছেন সুনিধির স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। অর্ণবের সঙ্গে গানের কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।

এরিমধ্যে প্রকাশ হয়েছে ‘পালাবে কোথায়’ গানের পোস্টার।

ফেইসবুকে পোস্টার শেয়ার করে রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার বন্ধু সুনিধি নায়েকের জন্য। শিগগিরই আসছে তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি। সে শিল্পী হিসেবে দারুণ, তাই আমি চেয়েছি এ কাজটির অংশ হতে।

“তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবাইকে কাজটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।“

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পায় রাজীবের ‘আলী’।

যারা নানা চাপে বা প্রতিবন্ধকতায় চুপ করে থাকেন, কথা বলেন না, সেই সব মানুষদের জন্য ‘আলী’ সিনেমা উৎসর্গ করেন রাজীব।

রাজীবের ভাষ্য, “কেবল সিনেমার আলী নন, বাংলাদেশ নয়, সব প্রান্তের আলীদের জন্য এই সিনেমা বানিয়েছি। যারা চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করেন।“

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

‘পালাবে কোথায়’ গানের কথা লিখে সুর দিয়েছেন সুনিধির স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব।

সুনিধির গানের মিউজিক ভিডিও বানিয়েছেন রাজীব

আপডেট সময় ০৪:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

 

ক্যারিয়ারের শুরুতে একক গানের ভিডিও তৈরি করতেন নির্মাতা আদনান আল রাজীব। এর পর দীর্ঘ সময় ধরে কেবল বিজ্ঞাপন, নাটক বানানোর কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘আলী ‘ সিনেমা বানিয়ে কান চলচ্চিত্র উৎসবে ইতিহাসও গড়েছেন। এতদিন বাদে ফের মিউজিক ভিডিও নির্মাণে পাওয়া গেছে রাজীবকে।

এই চলচ্চিত্রকারে নির্মাণে ভারতীয় সংগীত শিল্পী সুনিধি নায়েকের গাওয়া ‘পালাবে কোথায়’ গানের মিউজিক ভিডিও আসছে।

মিউজিক ভিডিওটি প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার।

ফেইসবুকে এই খবর দিয়েছেন রাজীব।

‘পালাবে কোথায়’ গানের কথা লিখে সুর দিয়েছেন সুনিধির স্বামী সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। অর্ণবের সঙ্গে গানের কম্পোজিশন করেছেন সাজিদ সরকার ও সুনিধি নায়েক।

এরিমধ্যে প্রকাশ হয়েছে ‘পালাবে কোথায়’ গানের পোস্টার।

ফেইসবুকে পোস্টার শেয়ার করে রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার বন্ধু সুনিধি নায়েকের জন্য। শিগগিরই আসছে তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি। সে শিল্পী হিসেবে দারুণ, তাই আমি চেয়েছি এ কাজটির অংশ হতে।

“তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবাইকে কাজটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।“

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পায় রাজীবের ‘আলী’।

যারা নানা চাপে বা প্রতিবন্ধকতায় চুপ করে থাকেন, কথা বলেন না, সেই সব মানুষদের জন্য ‘আলী’ সিনেমা উৎসর্গ করেন রাজীব।

রাজীবের ভাষ্য, “কেবল সিনেমার আলী নন, বাংলাদেশ নয়, সব প্রান্তের আলীদের জন্য এই সিনেমা বানিয়েছি। যারা চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করেন।“

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম