০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরান সহযোগিতা স্থগিতের পর জার্মানির সমালোচনার মুখে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এনপিটি চুক্তিতে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স।

 

ইরান এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিতের পরদিন বৃহস্পতিবার ৩ জুলাই জার্মানির সমালোচনার মুখে আরাগচি এনপিটি চুক্তিতে দেশের এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।

এর মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে ইরানের এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সৃষ্ট গুঞ্জনের অবসান হল।

বৃহস্পতিবার ৩ জুলাই এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি লেখেন, ইরান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতে আইন পাস করলেও সংস্থাটির পারমাণবিক সুরক্ষা চুক্তিতে সহযোগিতা অক্ষুন্ন রাখবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রাখা হবে।

আইএইএ এবং এনপিটি চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যকার এই সুরক্ষা চুক্তির (সেফগার্ড এগ্রিমেন্ট) আওতায় শান্তিপূর্ণ উদ্দেশে দেশগুলোর পারমাণবিক কর্মসূচির ব্যবহার নিশ্চিত করা হয়।

স্যোশাল মিডিয়া পোস্টে আরাগচি লেখেন, “ইরান এনপিটি এবং এর সুরক্ষা চুক্তিতেও প্রতিশ্রুতিবদ্ধ।”

গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে তেহরান আইএইএ-র সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দিয়ে আসছিল। । জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে পশ্চিমাদের প্রতি পক্ষপাত এবং ইসরায়েলি আকাশ হামলাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ এনেছে তারা।

ইরানে নতুন যে আইন কার্যকর হয়েছে তাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ভবিষ্যত যে কোনও পরিদর্শনে তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে।

যুক্তরাষ্ট্র ইরানের এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও ইরানের পদক্ষেপের সমালোচনা করে দেশটিকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

এরই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এনপিটি চুক্তিতে দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য জার্মানির কড়া সমালোচনাও করেছেন।

জার্মানির সমালোচনার জবাবে একহাত নিয়ে আরাগচি বলেছেন, “তারা (জার্মানি) ইসরায়েলের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ একটি মিত্র দেশ। গত মাসে ইরানে ইসরায়েলের হামলায় তারা সমর্থন দিয়েছে।”

সূত্র : রয়টার্স / এক্সে পোস্ট

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরান সহযোগিতা স্থগিতের পর জার্মানির সমালোচনার মুখে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এনপিটি চুক্তিতে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান

আপডেট সময় ০১:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

ইরান এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিতের পরদিন বৃহস্পতিবার ৩ জুলাই জার্মানির সমালোচনার মুখে আরাগচি এনপিটি চুক্তিতে দেশের এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।

এর মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে ইরানের এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সৃষ্ট গুঞ্জনের অবসান হল।

বৃহস্পতিবার ৩ জুলাই এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি লেখেন, ইরান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতে আইন পাস করলেও সংস্থাটির পারমাণবিক সুরক্ষা চুক্তিতে সহযোগিতা অক্ষুন্ন রাখবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রাখা হবে।

আইএইএ এবং এনপিটি চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যকার এই সুরক্ষা চুক্তির (সেফগার্ড এগ্রিমেন্ট) আওতায় শান্তিপূর্ণ উদ্দেশে দেশগুলোর পারমাণবিক কর্মসূচির ব্যবহার নিশ্চিত করা হয়।

স্যোশাল মিডিয়া পোস্টে আরাগচি লেখেন, “ইরান এনপিটি এবং এর সুরক্ষা চুক্তিতেও প্রতিশ্রুতিবদ্ধ।”

গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে তেহরান আইএইএ-র সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দিয়ে আসছিল। । জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে পশ্চিমাদের প্রতি পক্ষপাত এবং ইসরায়েলি আকাশ হামলাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ এনেছে তারা।

ইরানে নতুন যে আইন কার্যকর হয়েছে তাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ভবিষ্যত যে কোনও পরিদর্শনে তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে।

যুক্তরাষ্ট্র ইরানের এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও ইরানের পদক্ষেপের সমালোচনা করে দেশটিকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

এরই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এনপিটি চুক্তিতে দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য জার্মানির কড়া সমালোচনাও করেছেন।

জার্মানির সমালোচনার জবাবে একহাত নিয়ে আরাগচি বলেছেন, “তারা (জার্মানি) ইসরায়েলের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ একটি মিত্র দেশ। গত মাসে ইরানে ইসরায়েলের হামলায় তারা সমর্থন দিয়েছে।”

সূত্র : রয়টার্স / এক্সে পোস্ট

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম