০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম
রুশ রকেট হামলা : ধ্বংসস্তূপ থেকে অন্তঃস্বত্ত্বা নারী জীবিত উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:১৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৭৭ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার রকেট হামলার পর ধ্বংসস্তূপ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন অন্তঃস্বত্ত্বা নারীও ছিলেন।
গত বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়াতে একটি আবাসিক ভবনে রকেট হামলা চালায় রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস বলছে, জাপোরিঝিয়াতে বহুতল অ্যাপার্টমেন্টে রকেট হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়ার দাবিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলের একটির রাজধানী জাপোরিঝিয়া সাম্প্রতিক মাসগুলোতে রুশ সেনাদের অব্যাহত হামলার সম্মুখীন হচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রুশ আর্টিলারি দীর্ঘ ফ্রন্ট লাইনে ৪০টিরও বেশি বসতিতে গুলি চালিয়েছে। যা দোনেৎস্ক থেকে জাপোরিঝিয়া হয়ে খেরসন পর্যন্ত চলে।
ট্যাগস