“এদিনের পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে,” বলেন পরীক্ষা নিয়ন্ত্রক।
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

- আপডেট সময় ০২:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে

অতি ভারি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অতি ভারি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সে দিন বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
বুধবার ৯ জুলাই এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শামছুল ইসলাম এক নোটিশ জানিয়েছেন, রোববার থেকে আবার সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
তবে স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে সে বিষয়ে এখন সিদ্ধান্ত হয়নি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্যার কারণে শুধুমাত্র কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
“এদিনের পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।”
মূলত, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নামা ঢলে সপ্তাহজুড়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বৃহস্পতিবারের পরীক্ষা ঘিরে অনেক অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় ছিলেন।
এ কারণে বুধবার ৯ জুলাই সন্ধ্যায় কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।
২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী।
বোর্ডের সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত হওয়ার সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
কুমিল্লা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম