১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
ইউক্রেইনের বিমান বাহিনী প্রায় সব ড্রোন ভূপাতিত করলেও ছয়টি রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কয়েকটির আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

ট্রাম্প আরও অস্ত্র পাঠানোর কথা বলতেই ইউক্রেইনে রেকর্ড ড্রোন হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৩:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

বিমান হামলার সতর্ক সাইরেনের সময় ইউক্রেইনের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নিয়ে আছে মানুষ। ছবি: রয়টার্স।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিইভকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইউক্রেইনে রেকর্ডসংখ্যক ৭২৮টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

চতুর্থ বছরে গড়ানো যুদ্ধের এই সময়ে ইউক্রেইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমেই চাপে পড়ছে। সম্প্রতি কয়েক সপ্তাহে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার আক্রমণ বেড়েছে।

ইউক্রেইনের বিমান বাহিনীর মুখপাত্র টিভিতে জানিয়েছেন, কিইভের সেনারা প্রায় সব ড্রোন ভূপাতিত করেছে। তবে রাশিয়ার ছোড়া ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কয়েকটির আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ হামলার জবাবে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া যেসব উৎস থেকে যুদ্ধের অর্থায়ন করছে, যেমন তেল রপ্তানি, সেসবের ওপর ‘কঠোর নিষেধাজ্ঞা’ জরুরি। বুধবার ৯ জুলাই রোমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার ৭ জুলাই  ইউক্রেইনকে ১০টি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেন।

এরপর মঙ্গলবার ৮ জুলাই এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব বিবেচনা করছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য যেসব দেশ কেনে তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেইনের বিমান বাহিনী প্রায় সব ড্রোন ভূপাতিত করলেও ছয়টি রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কয়েকটির আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

ট্রাম্প আরও অস্ত্র পাঠানোর কথা বলতেই ইউক্রেইনে রেকর্ড ড্রোন হামলা রাশিয়ার

আপডেট সময় ০৩:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিইভকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইউক্রেইনে রেকর্ডসংখ্যক ৭২৮টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

চতুর্থ বছরে গড়ানো যুদ্ধের এই সময়ে ইউক্রেইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমেই চাপে পড়ছে। সম্প্রতি কয়েক সপ্তাহে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার আক্রমণ বেড়েছে।

ইউক্রেইনের বিমান বাহিনীর মুখপাত্র টিভিতে জানিয়েছেন, কিইভের সেনারা প্রায় সব ড্রোন ভূপাতিত করেছে। তবে রাশিয়ার ছোড়া ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কয়েকটির আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ হামলার জবাবে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া যেসব উৎস থেকে যুদ্ধের অর্থায়ন করছে, যেমন তেল রপ্তানি, সেসবের ওপর ‘কঠোর নিষেধাজ্ঞা’ জরুরি। বুধবার ৯ জুলাই রোমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার ৭ জুলাই  ইউক্রেইনকে ১০টি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেন।

এরপর মঙ্গলবার ৮ জুলাই এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব বিবেচনা করছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য যেসব দেশ কেনে তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।