চাঁদপুরের ওই খতিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
মসজিদে খতিবকে কুপিয়ে জখম: বিল্লালের জবানবন্দি

- আপডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
মসজিদে খতিবকে কুপিয়ে জখমের মামলায় আসামি বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার ১২ জুলাই বিকালে চাঁদপুরের বিচারিক হাকিম শাহাদাতুল হাসান আল মুরাদ তার খাস কামরায় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল কাদের খান ও ইয়াসিন আরাফাত ইকরাম জানান।
স্বীকারোক্তির পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল হোসেন।
শুক্রবার ১১ জুলাই জুমার নামাজ শেষে সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব আ ন ম নূর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠে বিল্লাল হোসেনের বিরুদ্ধে।
এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় খতিবের ছেলে আফনান তাকী বাদী হয়ে মামলা করেছেন।
আ ন ম নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। অপরদিকে বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় তিনি বসবাস করেন এবং সবজির ব্যবসা করেন।।
এদিকে এ ঘটনায় শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য শনিবার বিকাল ৩টায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
এ ছাড়া বিকাল ৫টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
পরে এক সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরে উগ্রবাদের কোনো ঠাঁই নেই। আলেম-উলামাদের উপর হামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। যারা এই বর্বরোচিত হামলা করেছে তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজান খান উপস্থিত ছিলেন।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চাঁদপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম