১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে একজনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:৪০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ১৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত এই অ্যামিবা নাক দিয়ে মস্তিষ্কে সংক্রমিত হয়ে থাকে। শুক্রবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বাসিন্দা বিরল মস্তিষ্ক খাওয়া অ্যামিবাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগী ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাক পরিষ্কারের পর মস্তিষ্ক খাওয়া এই অ্যামিবাতে সংক্রমিত হন।

তবে মার্কিন কর্মকর্তারা নিহত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি। ফ্লোরিডার স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জে উইলিয়ামস নিশ্চিত করেছেন, মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে ওই রোগীর মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ কীভাবে ঘটেছে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন একাধিক সরকারি সংস্থার কর্মকর্তারা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় তিনজন আমেরিকান এই অ্যমিবায় সংক্রমিত হন।

দেশটিতে ১৯৬২ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই অ্যামিবায় সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন। নেগেলেরিয়া ফাউলেরি বা মস্তিষ্ক খেকো অ্যামিবা সাধারণত থাকে স্বচ্ছ পানির পুকুর, হ্রদ, নদী অথবা খাল-বিলে। পৃথিবী জুড়ে যে কোনো দেশে, যেকোনো স্বচ্ছ পানির জলাশয়ে এই অ্যামিবার দেখা মিলতে পারে। সাঁতার কাটার সময় পানিতে এই অ্যামিবা থাকলে তা নাক দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে একজনের মৃত্যু

আপডেট সময় ১১:৪০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্রে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত এই অ্যামিবা নাক দিয়ে মস্তিষ্কে সংক্রমিত হয়ে থাকে। শুক্রবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বাসিন্দা বিরল মস্তিষ্ক খাওয়া অ্যামিবাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগী ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাক পরিষ্কারের পর মস্তিষ্ক খাওয়া এই অ্যামিবাতে সংক্রমিত হন।

তবে মার্কিন কর্মকর্তারা নিহত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি। ফ্লোরিডার স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জে উইলিয়ামস নিশ্চিত করেছেন, মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে ওই রোগীর মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ কীভাবে ঘটেছে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন একাধিক সরকারি সংস্থার কর্মকর্তারা। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় তিনজন আমেরিকান এই অ্যমিবায় সংক্রমিত হন।

দেশটিতে ১৯৬২ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই অ্যামিবায় সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন। নেগেলেরিয়া ফাউলেরি বা মস্তিষ্ক খেকো অ্যামিবা সাধারণত থাকে স্বচ্ছ পানির পুকুর, হ্রদ, নদী অথবা খাল-বিলে। পৃথিবী জুড়ে যে কোনো দেশে, যেকোনো স্বচ্ছ পানির জলাশয়ে এই অ্যামিবার দেখা মিলতে পারে। সাঁতার কাটার সময় পানিতে এই অ্যামিবা থাকলে তা নাক দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে।