তার ট্রান্সফার ফির বিষয়ে বার্সেলোনার বিবৃতিতে কিছু জানানো হয়নি।
বার্সেলোনায় সম্ভাবনাময় উইঙ্গার বার্দগি

- আপডেট সময় ০৯:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
গতি, ফুটবল দক্ষতা ও স্কোরিংয়ের সামর্থ্য দিয়ে অল্প বয়সেই নজর কেড়েছেন রুনি বার্দগি। ১৯ বছর বয়সে বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগও পেয়ে গেছেন তিনি। সুইডেনর বয়সভিত্তিক দলে খেলা এই উইঙ্গারকে চুক্তিভুক্ত করেছে বার্সেলোনা।
কুয়েতে জন্ম নেওয়া এই ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার খবর সোমবার নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত এখানে খেলবেন তিনি।
তার ট্রান্সফার ফির বিষয়ে বার্সেলোনার বিবৃতিতে কিছু জানানো হয়নি।
২০২০ সালের গ্রীষ্মে কোপেনহেগেনে যোগ দেওয়ার দুই বছরের মধ্যে ক্লাবটির শীর্ষ দলে জায়গা করে নেন বার্দগি। খুব দ্রুত দলের অবিচ্ছেদ্য অংশও হয়ে ওঠেন তিনি।
আগে থেকেই বার্দগিকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন ভাবা হচ্ছে। মাঝে গুরুতর এক চোটে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি, যা তার তরুণ বয়সে উন্নতিতে বড় বাধার সৃষ্টি করে। তবে চোট কাটিয়ে ফেরার পর নিজেকে আবার মেলে ধরতে খুব বেশি সময় নেননি তিনি।
কোপেনহেগেনের জার্সিতে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ জিতেছেন বার্দগি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলে ১৫টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম