এই নাটক দিয়ে থেকে যাত্রা শুরু করছে সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট।
সজল ও মায়ার ‘স্পর্শের মায়াজাল’: দৃশ্যধারণ হয়েছিল চার বছর আগে

- আপডেট সময় ০৯:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
দুইজন হতাশাগ্রস্ত মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শের মায়াজাল’।
নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও শাহনাজ মায়া।
নাটকের দৃশ্যধারণ হয়েছিল প্রায় চার বছর আগে, দীর্ঘদিন পর নাটকটি প্রচারে আসছে। এই নাটক দিয়ে বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করছে সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেল।
নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান এবং নির্মাণ করেছেন আলোক হাসান।
বিজ্ঞপ্তিতে আলোক হাসান বলেন, “নাটকের শুটিং শেষ হয়েছিল প্রায় ৪ বছর আগে। এটি ভিন্ন ঘরানার গল্প। গল্পটির মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকের নাটকটি ভালো লাগবে।”
নাটকের গল্পে দেখা যাবে মানসিক ভাবে বিষাদগ্রস্ত এক তরুণীর প্রেমে পড়েন সজল। প্রেম থেকে তারা সংসার বাঁধলেও এক ঘটনাকে ঘিরে সেই সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।

নাটকটি নিয়ে অভিনেতা আবদুন নূর সজল বলেন, “যতগুলো কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।”
‘স্পর্শের মায়াজাল’ নাটকে সজল ও মায়া ছাড়াও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী, শুভ চৌধুরী।
‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম