১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
কোম্পানি দুটি বলেছে, এর ফলে বিশ্বের নতুন নতুন অঞ্চলে সাশ্রয়ী রাইডশেয়ার সেবা বাড়বে। এতে উবারের নেটওয়ার্কে যোগ হবে বাইদুর উন্নত বিভিন্ন অটোনমাস গাড়ি।

বিশ্বজুড়ে চালকবিহীন গাড়ি আনতে উবার-বাইদু জোট

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৯:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে

এক হাজারেও বেশি সম্পূর্ণ চালকবিহীন গাড়ির বহর ১৫টি শহরে চালুর পরিচালনা করছে বাইদু। ছবি: বাইদু

 

বিশ্বজুড়ে অটোনমাস বা চালকবিহীন গাড়ির ব্যবহার বাড়াতে একসঙ্গে কাজ করছে মার্কিন বহুজাতিক পরিবহন কোম্পানি উবার ও চীনা কোম্পানি বাইদু।

কোম্পানি দুটি বলেছে, ‘অ্যাপোলো গো’ নামে বাইদুর হাজার হাজার অটোনমাস গাড়ি চালুর পরিকল্পনা করছে তারা, যেগুলো ব্যবহার করা যাবে উবার অ্যাপের মাধ্যমে। এসব গাড়ি চীন ও যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

এ বছরের শেষ দিকে প্রথমবারের মতো যৌথভাবে এসব চালকবিহীন গাড়ির ব্যবহার এশিয়া ও মধ্যপ্রাচ্যে শুরু করবে কোম্পানি দুটি। একবার চালু হলে উবার ব্যবহারকারীরা নিজেদের যাত্রার জন্য ‘অ্যাপোলো গো’ গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

কোম্পানি দুটি বলেছে, এ সহযোগিতার ফলে বিশ্বের নতুন নতুন অঞ্চলে সাশ্রয়ী রাইডশেয়ার বা যাত্রী পরিবহন সেবা বাড়বে। এতে উবারের বিস্তৃত নেটওয়ার্কে যোগ হবে বাইদুর উন্নত বিভিন্ন অটোনমাস গাড়ি।

মে মাসে প্রকাশ পাওয়া এক প্রতিবেদনের পর এ ঘোষণা দিল কোম্পানি দুটি। এর আগে বাইদু বলেছিল, নিজেদের অটোনমাস গাড়ি ইউরোপেও চালু করতে যাচ্ছে তারা।

এনগ্যাজেট লিখেছে, এরইমধ্যে এক হাজারেও বেশি সম্পূর্ণ চালকবিহীন গাড়ির বহর ১৫টি শহরে চালুর পরিচালনা করছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। যার মধ্যে দুবাই ও আবুধাবিও রয়েছে। প্রথমবারের মতো ২০২২ সালে বেইজিং, গুয়াংজু ও সাংহাই’সহ কয়েকটি চীনা শহরে নিজেদের এই অটোনমাস গাড়ির প্ল্যাটফর্ম চালু করেছিল কোম্পানিটি।

তবে যুক্তরাষ্ট্রে এ সেবাটি চালুর জন্য এখনই আশায় বুক বাঁধার দরকার নেই আমেরিকান নাগরিকদের। মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্রে এ পরিষেবা চালুর সম্ভাবনা আপাতত নেই। কারণ চীনা বিভিন্ন কোম্পানির ওপর সেখানে কড়াকড়ি নজরদারি ও নিয়ন্ত্রণ চলছে।

এখনও অনেক নতুন চালকবিহীন গাড়ি নির্মাতা কোম্পানি রয়েছে যারা যুক্তরাষ্ট্রের বাজারে জায়গা করে নিতে চায়। ধীরে ধীরে নতুন নতুন শহরে নিজেদের সেবা চালু করছে গুগলের মালিকানাধীন ‘ওয়েইমো’ এবং এ ক্ষেত্রে নিজেদের অনেক উদ্যোগেই উবারের সঙ্গে পার্টনারশিপ রয়েছে তাদের।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডালাস ও জার্সি সিটির মতো শহরে বর্তমানে নিজেদের কাজের পরিসর বাড়াচ্ছে রাশিয়ান কোম্পানি ‘ইয়ানডেক্স’-এর অটোনমাস ইউনিট হিসেবে কাজ করা ‘অ্যাভরাইড’ কোম্পানিটি।

সূত্র :   প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

 

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

কোম্পানি দুটি বলেছে, এর ফলে বিশ্বের নতুন নতুন অঞ্চলে সাশ্রয়ী রাইডশেয়ার সেবা বাড়বে। এতে উবারের নেটওয়ার্কে যোগ হবে বাইদুর উন্নত বিভিন্ন অটোনমাস গাড়ি।

বিশ্বজুড়ে চালকবিহীন গাড়ি আনতে উবার-বাইদু জোট

আপডেট সময় ০৯:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

বিশ্বজুড়ে অটোনমাস বা চালকবিহীন গাড়ির ব্যবহার বাড়াতে একসঙ্গে কাজ করছে মার্কিন বহুজাতিক পরিবহন কোম্পানি উবার ও চীনা কোম্পানি বাইদু।

কোম্পানি দুটি বলেছে, ‘অ্যাপোলো গো’ নামে বাইদুর হাজার হাজার অটোনমাস গাড়ি চালুর পরিকল্পনা করছে তারা, যেগুলো ব্যবহার করা যাবে উবার অ্যাপের মাধ্যমে। এসব গাড়ি চীন ও যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

এ বছরের শেষ দিকে প্রথমবারের মতো যৌথভাবে এসব চালকবিহীন গাড়ির ব্যবহার এশিয়া ও মধ্যপ্রাচ্যে শুরু করবে কোম্পানি দুটি। একবার চালু হলে উবার ব্যবহারকারীরা নিজেদের যাত্রার জন্য ‘অ্যাপোলো গো’ গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

কোম্পানি দুটি বলেছে, এ সহযোগিতার ফলে বিশ্বের নতুন নতুন অঞ্চলে সাশ্রয়ী রাইডশেয়ার বা যাত্রী পরিবহন সেবা বাড়বে। এতে উবারের বিস্তৃত নেটওয়ার্কে যোগ হবে বাইদুর উন্নত বিভিন্ন অটোনমাস গাড়ি।

মে মাসে প্রকাশ পাওয়া এক প্রতিবেদনের পর এ ঘোষণা দিল কোম্পানি দুটি। এর আগে বাইদু বলেছিল, নিজেদের অটোনমাস গাড়ি ইউরোপেও চালু করতে যাচ্ছে তারা।

এনগ্যাজেট লিখেছে, এরইমধ্যে এক হাজারেও বেশি সম্পূর্ণ চালকবিহীন গাড়ির বহর ১৫টি শহরে চালুর পরিচালনা করছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। যার মধ্যে দুবাই ও আবুধাবিও রয়েছে। প্রথমবারের মতো ২০২২ সালে বেইজিং, গুয়াংজু ও সাংহাই’সহ কয়েকটি চীনা শহরে নিজেদের এই অটোনমাস গাড়ির প্ল্যাটফর্ম চালু করেছিল কোম্পানিটি।

তবে যুক্তরাষ্ট্রে এ সেবাটি চালুর জন্য এখনই আশায় বুক বাঁধার দরকার নেই আমেরিকান নাগরিকদের। মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্রে এ পরিষেবা চালুর সম্ভাবনা আপাতত নেই। কারণ চীনা বিভিন্ন কোম্পানির ওপর সেখানে কড়াকড়ি নজরদারি ও নিয়ন্ত্রণ চলছে।

এখনও অনেক নতুন চালকবিহীন গাড়ি নির্মাতা কোম্পানি রয়েছে যারা যুক্তরাষ্ট্রের বাজারে জায়গা করে নিতে চায়। ধীরে ধীরে নতুন নতুন শহরে নিজেদের সেবা চালু করছে গুগলের মালিকানাধীন ‘ওয়েইমো’ এবং এ ক্ষেত্রে নিজেদের অনেক উদ্যোগেই উবারের সঙ্গে পার্টনারশিপ রয়েছে তাদের।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডালাস ও জার্সি সিটির মতো শহরে বর্তমানে নিজেদের কাজের পরিসর বাড়াচ্ছে রাশিয়ান কোম্পানি ‘ইয়ানডেক্স’-এর অটোনমাস ইউনিট হিসেবে কাজ করা ‘অ্যাভরাইড’ কোম্পানিটি।

সূত্র :   প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

 

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম