১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
“বিভিন্ন উপকরণ দিয়ে ‘দেশি মদ’ তৈরি করে ছয়জন ভাতের হোটেলে বসে পান করছিলেন।”

খুলনায় ‘দেশি মদপানে’ ৫ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১০:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

 

খুলনা নগরীতে ‘দেশি মদপানে’ পাঁচজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

শনিবার বিকালে নগরীর বয়রা এলাকা থেকে ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে একে একে তারা মারা যান বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই।

নিহতরা হলেন- বয়রা শেরের মোড়ের আবদুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠ সংলগ্ন আজিবর (৫৯) এবং খালিশপুরের তোতা মিয়া (৬০)।

এসআই আবদুল হাই বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন উপকরণ দিয়ে ‘দেশি মদ’ তৈরি করে ছয়জন তোতা মিয়ার ভাতের হোটেলে বসে পান করছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে স্থানান্তরের সময় পাঁচজনই মারা যান। একজন চিকিৎসাধীন। তার নাম সনু।”

মরদেহগুলো পরিবার ও স্বজনরা নিয়ে গেছে জানিয়ে এসআই বলেন, “ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”

তবে হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ হিসেবে ‘অজ্ঞাত বিষক্রিয়া’র কথা বলা হয়েছে।

 

 

খুলনা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“বিভিন্ন উপকরণ দিয়ে ‘দেশি মদ’ তৈরি করে ছয়জন ভাতের হোটেলে বসে পান করছিলেন।”

খুলনায় ‘দেশি মদপানে’ ৫ জনের মৃত্যু

আপডেট সময় ১০:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

খুলনা নগরীতে ‘দেশি মদপানে’ পাঁচজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

শনিবার বিকালে নগরীর বয়রা এলাকা থেকে ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে একে একে তারা মারা যান বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই।

নিহতরা হলেন- বয়রা শেরের মোড়ের আবদুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠ সংলগ্ন আজিবর (৫৯) এবং খালিশপুরের তোতা মিয়া (৬০)।

এসআই আবদুল হাই বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন উপকরণ দিয়ে ‘দেশি মদ’ তৈরি করে ছয়জন তোতা মিয়ার ভাতের হোটেলে বসে পান করছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে স্থানান্তরের সময় পাঁচজনই মারা যান। একজন চিকিৎসাধীন। তার নাম সনু।”

মরদেহগুলো পরিবার ও স্বজনরা নিয়ে গেছে জানিয়ে এসআই বলেন, “ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।”

তবে হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ হিসেবে ‘অজ্ঞাত বিষক্রিয়া’র কথা বলা হয়েছে।

 

 

খুলনা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম