ব্যাংকটির ৩ লাখ ২ হাজার শেয়ার হাতবদল হয় ৬১ টাকা ৫০ পয়সা দরে; ক্রেতা ছিলেন একজন।
ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল

- আপডেট সময় ০৫:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল করেছে ব্র্যাক ব্যাংক।
রোববার ব্লক মাকের্টে মোট শেয়ার হাদবদল হয় ১০ কোটি ৫২ লাখ টাকার, যার ১৭ দশমিক ৫৯ শতাংশই ব্র্যাক ব্যাংকের।
এ আর্থিক কোম্পানির ৩ লাখ ২ হাজার শেয়ার হাতবদল হয় ৬১ টাকা ৫০ পয়সা দরে। ক্রেতা ছিলেন একজন।
এদিন মূলবাজারে ব্যাংকটির শেয়ার হাতবদল হয় ৬১ টাকা ৬০ পয়সা থেকে ৬৪ টাকা ৬০ পয়সা দরে। দিন শেষে দর ছিল ৬৩ টাকা ৮০ পয়সা।
আগের সপ্তাহেও ব্যাংকটির শেয়ার হাতবদল ছিল ডিএসইতে সবচেয়ে বেশি। শীর্ষ কোম্পানিগুলোর শেয়ার হাতবদলের তালিকায় প্রথম অবস্থানে থেকে ব্যাংকটি দৈনিক গড়ে ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল করে, যা গড় ভিত্তিতে ডিএসইর দৈনিক লেনেদেনের ৩ শতাংশ।
এককভাবে এখনো সবচেয়ে বেশি শেয়ার রয়েছে ব্যাংকটির হাতেই; ৪৬ শতাংশ।
সাড়ে ৯ বছর দায়িত্ব পালনের পর গত ২৭ মে পদত্যাগ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। চুক্তির মেয়াদের ৯ মাস বাকি থাকতেই তিন পদত্যাগ করেন।
এর তিনদিন পরেই ব্র্যাক ব্যাংকের বোর্ডসভায় চেয়ারম্যান হন মেহেরিয়ার এম. হাসান। তিনি ২০২০ সাল থেকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন।
পরিচালক পর্ষদে নতুন চেয়ারম্যান আসছে, এমন আলোচনার মধ্যে গত মে মাসের মধ্যবর্তী সময়ে ৫৪ টাকার কাছাকাছি থাকা শেয়ারটির দর শেষ সপ্তাহে নেমে যায় ৪৬ টাকায়। কিন্তু এরপর থেকে ব্যাংকটির শেয়ার দর বাড়তে থাকে।
এদিকে শেয়ার দর বৃদ্ধির মধ্যেই রোববার ব্যাংকটির ১৪ হাজার ২৯৯টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের চেয়ারম্যান একে আব্দুল মুবিন। ৩০ দিনের মধ্যে বাজার দরে শেয়ারগুলো বিক্রি করবেন তিনি।
ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আগের দিনের ৬১ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৫ হাজার ১৯৪।
এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বাড়ে। মোট লেনদেন হয় ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ৭৮৯ কোটি ৬৮ লাখ।
লেনদেনে আসে ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার দর বাড়ে ১৮০টির, কমে ১৪৬টির এবং আগের দরে লেনদেন করে ৭২টি।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে প্রথম অবস্থানে উঠে আসা ওষুধ ও রসায়ন খাত ১২৯ কোটি টাকার শেয়ার লেনদেন করে। দ্বিতীয় স্থানে থাকা ব্যাংক খাতে হাতবদল হয় ৯০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। বস্ত্র খাতে শেয়ার হাতবদল হয় ৭১ কোটি ৯০ লাখ টাকার।
সবচেয়ে বেশি দর বাড়ে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, আইডিএলসি ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের। বেশি দর হারায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও রহিম টেক্সটাইল মিলস।
নিজস্ব প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম