“শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।”
শরীয়তপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে দুই দফায় ককটেল বিস্ফোরণ

- আপডেট সময় ০৬:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের কাছে কাছাকাছি দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার নেতাকর্মীরা এবং নড়িয়া উপজেলা বিএনপির একটি অংশ নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকায় রোববার দুপুরে ওই সমাবেশের আয়োজন করে।
সমাবেশ শুরু আগে সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশস্থলের কাছে ককটেল বিস্ফোরণ ঘটলে পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ সদস্যরা গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে নির্দিষ্ট স্থানে সমাবেশ শুরু হয়।
তবে ককটেলটি সভাস্থল থেকে অনেক দূরে বিস্ফোরিত হয়েছে দাবি করে নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লার বলেন, “বিএনপির সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর বলেন, “নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকায় আমরা সভার আয়োজন করি। কালকে থেকে একটা দল আমাদের সমাবেশ বানচাল করতে চাইছিল।
“সকালে সমাবেশস্থলের পাশেই দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু আমাদের সভা বানচাল করতে পারে নাই।”
নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, “আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, এলাকার নিরাপত্তার কথা ভেবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আসলাম উদ্দিন মোল্লা বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পননি তারা। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম