কুঁচকির সমস্যায় ভুগছেন আকাশ দিপ, হাতে চোট পেয়েছেন আর্শদিপ সিং।
ভারত শিবিরে চোটের থাবা
- আপডেট সময় ০৬:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৭৯ বার পড়া হয়েছে
এজবাস্টন টেস্টে ভারতের জয়ে বড় ভূমিকা রাখা আকাশ দিপকে ওল্ড ট্র্যাফোর্ডে পাওয়া যাবে কি-না, নিশ্চিত নয়। ভারতীয় গণমাধ্যমের খবর, কুঁচকির চোটে ভুগছেন লর্ডস টেস্টের মাঝপথে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া এই পেসার।
আগামী বুধবার ম্যানচেস্টারে শুরু অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।
লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কেবল ৮ ওভার বোলিং করেন আকাশ। নিজের চতুর্থ ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করেন তিনি। এক পর্যায়ে তাকে নিতম্বে চেপে ধরে রাখতে দেখা যায়। ফিজিও এসে তার সঙ্গে কথাও বলেন। ড্রিংস ব্রেকের সময় মাঠ ছেড়ে যান আকাশ।
পরে অবশ্য আবার মাঠে ফেরেন, কিন্তু আর বোলিং করেননি তিনি। চতুর্থ দিনের শেষ বেলায় নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে টিকতে পারেন কেবল ১১ বল।
এজবাস্টনে ভারতের ৩৩৬ রানের জয়ের পথে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া আকাশ দ্বিতীয় ইনিংসে ধরেন ৬ শিকার। দুই ইনিংসেই সেঞ্চুরি করে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভারত অধিনায়ক শুবমান গিল।
আরেকটি ধাক্কাও খেয়েছে ভারত। বেকেনহ্যামে বৃহস্পতিবার অনুশীলনের সময় বাঁ হাতে চোট পেয়েছেন আর্শদিপ সিং। তার বোলিং হাতে ব্যান্ডেজ দেখা গেছে। সেলাইয়ের প্রয়োজন হয়েছে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।
ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের স্বাদ পাননি আর্শদিপ। ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৬ উইকেট নেওয়া বাঁহাতি পেসারের ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেকের সম্ভাবনাও এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আকাশ ও আর্শদিপ চোটে পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য কাভার হিসেবে আনশুল কাম্বোজকে ডেকেছে ভারত।
ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেন আনশুল। দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিন ইনিংসে মোট পাঁচ উইকেট নেন ২৪ বছর বয়সী ডানহাতি এই পেসার। ওভার প্রতি রান দেন তিনের একটু বেশি।
এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আনশুলের শিকার ৭৯ উইকেট। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। একটি ফিফটিতে তার নামের পাশে রান ৪৮৬।
সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন আনশুল। ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











