০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে পৌনে ১৩ কোটিতে।

হালনাগাদের সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া জুলাই মাসেই: ইসি সচিব আখতার আহমেদ

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসেই হালনাগাদ তালিকার প্রায় ৪৪ লাখ ৪৬ হাজার ভোটারের খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

 

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসেই হালনাগাদ তালিকার প্রায় ৪৪ লাখ ৪৬ হাজার ভোটারের খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

সোমবার নির্বাচন ভবনে সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এবার ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা হয়। জুনের মধ্যে শেষ হয় ‘যোগ্য’ ভোটারদের নিবন্ধন, তাতে সাড়ে ৪৪ লাখের বেশি বাদপড়া ভোটার যুক্ত হন।

ইসি সচিব বলেন, “হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, করণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে।

“আশা করি, চলতি মাসে আমরা হালনাগাদ বা সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে পারব। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা হবে।”

সব মিলিয়ে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে পৌনে ১৩ কোটিতে।

ইসি সচিব বলেন, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের জন্যও বলা হয়েছে। অনেক কেন্দ্র সংস্কার করতে হবে। আর যেসব কেন্দ্র নিয়ে আপত্তি থাকবে, তা সংশোধন-পরিবর্তন করতে হতে পারে।

এবার নির্বাচনে ৪৫ হাজারের বেশি ভোটকেন্দ্র লাগতে পারে বলে ধারণা করছে ইসি।

ইভিএমের ভবিষ্যত কমিটির হাতে

সংসদ ও স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ইসি।

এখন হাতে থাকা ইভিএমের ভাগ্যে কী ঘটবে, সেই বিষয়ে ইসি সচিব বলেন, “আমরা আর ইভিএম ব্যবহার করব না। এর ভবিষ্যত নির্ধারণে একটা কমিটি করা হবে। সেই কমিটি ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

ভোটে অনিয়ম নিয়ে গেল মাসে ঢাকার শেরেবাংলা থানায় যে মামলা হয়েছে, ব্রিফিংয়ে সে বিষয়েও কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, “বিগত তিন সংসদ নির্বাচনে যারা মাঠপর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা পিবিআিই থেকে চাওয়া হয়েছে। যারা তখলন দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।”

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে পৌনে ১৩ কোটিতে।

হালনাগাদের সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া জুলাই মাসেই: ইসি সচিব আখতার আহমেদ

আপডেট সময় ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

 

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসেই হালনাগাদ তালিকার প্রায় ৪৪ লাখ ৪৬ হাজার ভোটারের খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

সোমবার নির্বাচন ভবনে সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এবার ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা হয়। জুনের মধ্যে শেষ হয় ‘যোগ্য’ ভোটারদের নিবন্ধন, তাতে সাড়ে ৪৪ লাখের বেশি বাদপড়া ভোটার যুক্ত হন।

ইসি সচিব বলেন, “হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, করণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে।

“আশা করি, চলতি মাসে আমরা হালনাগাদ বা সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে পারব। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা হবে।”

সব মিলিয়ে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে পৌনে ১৩ কোটিতে।

ইসি সচিব বলেন, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের জন্যও বলা হয়েছে। অনেক কেন্দ্র সংস্কার করতে হবে। আর যেসব কেন্দ্র নিয়ে আপত্তি থাকবে, তা সংশোধন-পরিবর্তন করতে হতে পারে।

এবার নির্বাচনে ৪৫ হাজারের বেশি ভোটকেন্দ্র লাগতে পারে বলে ধারণা করছে ইসি।

ইভিএমের ভবিষ্যত কমিটির হাতে

সংসদ ও স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ইসি।

এখন হাতে থাকা ইভিএমের ভাগ্যে কী ঘটবে, সেই বিষয়ে ইসি সচিব বলেন, “আমরা আর ইভিএম ব্যবহার করব না। এর ভবিষ্যত নির্ধারণে একটা কমিটি করা হবে। সেই কমিটি ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

ভোটে অনিয়ম নিয়ে গেল মাসে ঢাকার শেরেবাংলা থানায় যে মামলা হয়েছে, ব্রিফিংয়ে সে বিষয়েও কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, “বিগত তিন সংসদ নির্বাচনে যারা মাঠপর্যায়ে যুক্ত ছিলেন, তাদের একটি নামের তালিকা পিবিআিই থেকে চাওয়া হয়েছে। যারা তখলন দায়িত্বে ছিলেন, তারাই বলতে পারবেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। পিবিআই আমাদের কাছে শুধু ওই তালিকাটি চেয়েছে।”

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম