‘‘আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। চিকিৎসকদের সঙ্গে আহত শিশুদের অবস্থা সম্পর্কে জেনেছি,” বলেন বিএনপি মহাসচিব।
যুদ্ধবিমান বিধ্বস্ত: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে -বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

- আপডেট সময় ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে সোমবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকার উত্তরায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। চিকিৎসকদের সঙ্গে আহত শিশুদের অবস্থা সম্পর্কে জেনেছি।
“আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ঘটনার পর থেকে উদ্বিগ্ন। আমি আহতদের সর্বশেষ অবস্থা জেনে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি।”
ফখরুল বলেন, “ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের আহতদের পাশে থাকার জন্য বলেছেন। আহতদের রক্তের যেন সংকট না হয়, সেজন্য যেসব হাসপাতালে আহতরা আছেন, তাদের পাশে থেকে প্রয়োজনীয় রক্ত পৌঁছাতে বলেছেন। সেভাবে আমরা সংশ্লিষ্ট নেতাদের দায়িত্ব দিয়েছি।”
বিএনপি মহাসচিব বলেন, “আমি এখানে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলেছি। ডাক্তার সাহেব বললেন, এখানে ৫২জন রোগী আছেন, যাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।
“আমরা আল্লাহতালার কাছে দোয়া করছি, যেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
জরুরি বৈঠকে স্থায়ী কমিটি
এদিকে সোমবার রাতে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। সেখানে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দলীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বলা হয়, দুপুরে ঘটনার পর দলের বেশ কয়েকজন নেতাকে দিয়াবাড়িতে পাঠান তারেক রহমান।
এদের মধ্যে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনও ছিলেন।
বিএনপি বলছে, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকেও উদ্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়।
ডক্টরস অ্যাসোসিয়েন, নার্সেস অ্যাসোসিয়েশন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সহায়তা করেন বলে কেন্দ্রীয় কার্যালয় থেকে বলা হয়।
তারেক রহমান এক শোকবার্তায় বলেন, “এ ঘটনায় সারা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এ বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।”
বিমান দূর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম