০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
এমআরআই মেশিন চালু অবস্থায় কক্ষে প্রবেশ করার পর প্রবল চৌম্বকীয় টানে তিনি ছিটকে গিয়ে যন্ত্রে ধাক্কা খান।

গলায় ধাতব নেকলেস, টেনে নিল এমআরআই মেশিন, যুক্তরাষ্ট্রে মর্মান্তিক মৃত্যু

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: এবিসি

 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মেডিকেল সেন্টারে ম্যাগনেটিং রেজোনেন্স ইমেজিং (এমআরআই) মেশিন এক ব্যক্তিকে প্রচণ্ড জোরে টেনে ধরার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেসময় ৬১ বছর বয়সী ওই ব্যক্তির গলায় একটি ভারী ধাতব নেকলেস ছিল বলেও জানিয়েছে তারা। ওই ধাতব নেকলেসটির কারণেই এমআরআই মেশিনটি তাকে সজোরে টেনে ধরে।

গত ১৬ জুলাই নিউ ইয়র্কের ওয়েস্টবুরির ন্যাসাউ ওপেন এমআরআই-তে এ ঘটনা ঘটে বলে ন্যাসাউ কাউন্টি পুলিশ বিভাগের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সূত্র : নিউজ টুয়েলভ লং আইল্যান্ড

 

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

এমআরআই মেশিন চালু অবস্থায় কক্ষে প্রবেশ করার পর প্রবল চৌম্বকীয় টানে তিনি ছিটকে গিয়ে যন্ত্রে ধাক্কা খান।

গলায় ধাতব নেকলেস, টেনে নিল এমআরআই মেশিন, যুক্তরাষ্ট্রে মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মেডিকেল সেন্টারে ম্যাগনেটিং রেজোনেন্স ইমেজিং (এমআরআই) মেশিন এক ব্যক্তিকে প্রচণ্ড জোরে টেনে ধরার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেসময় ৬১ বছর বয়সী ওই ব্যক্তির গলায় একটি ভারী ধাতব নেকলেস ছিল বলেও জানিয়েছে তারা। ওই ধাতব নেকলেসটির কারণেই এমআরআই মেশিনটি তাকে সজোরে টেনে ধরে।

গত ১৬ জুলাই নিউ ইয়র্কের ওয়েস্টবুরির ন্যাসাউ ওপেন এমআরআই-তে এ ঘটনা ঘটে বলে ন্যাসাউ কাউন্টি পুলিশ বিভাগের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সূত্র : নিউজ টুয়েলভ লং আইল্যান্ড

 

 

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম