দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতি প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম।
মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকার পাশে থাকার বার্তা দিল আমিরাত
- আপডেট সময় ০৮:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল ও কলেজে বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার এক শোকবার্তায় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের স্মরণ ও আহতদের আরোগ্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেয়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াকালাত আনবা আল-ইমারাতে (ডাব্লিউএএম) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে সংযুক্ত আরব আমিরাত গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার, বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে আমিরাতের এই বার্তা কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
এই দুর্ঘটনার অভিঘাত অনুভব করেছেন আমিরাতপ্রবাসী বাংলাদেশিরাও। ঘটনার দিন রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন অনেকে, জানিয়েছেন নিজেদের অনুভূতি।
জাতীয় শোকের সঙ্গে সংহতি জানিয়ে এদিন আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











