০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের এলাকা রংপুর রেঞ্জের ডিআইজি ছিলেন আব্দুল বাতেন।

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

 

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন বলেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

বাতেনের বিরুদ্ধে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ঘুষসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে। এ অবস্থায় তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো আবশ্যক।

অপরদিকে বাতেনের স্ত্রী হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে স্বামীর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তা করার অভিযোগের তদন্ত চলছে। তিনিও দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন আটকানো প্রয়োজন।

কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের এলাকা রংপুর রেঞ্জের ডিআইজি ছিলেন আব্দুল বাতেন।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ অগাস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ১৭তম বিসিএসের কর্মকর্তা বাতেন রাজশাহী রেঞ্জ, ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন স্থানে দায়িত্বে ছিলেন।

সরকার পরিবর্তনের পর বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক।

বাতেনের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৭টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আর বাতেনের স্ত্রীর বিরুদ্ধে মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার চারটি ব্যাংক হিসাবে ৮ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাতেনের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের এলাকা রংপুর রেঞ্জের ডিআইজি ছিলেন আব্দুল বাতেন।

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

 

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন বলেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

বাতেনের বিরুদ্ধে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ঘুষসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে। এ অবস্থায় তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো আবশ্যক।

অপরদিকে বাতেনের স্ত্রী হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে স্বামীর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তা করার অভিযোগের তদন্ত চলছে। তিনিও দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন আটকানো প্রয়োজন।

কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের এলাকা রংপুর রেঞ্জের ডিআইজি ছিলেন আব্দুল বাতেন।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ অগাস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ১৭তম বিসিএসের কর্মকর্তা বাতেন রাজশাহী রেঞ্জ, ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন স্থানে দায়িত্বে ছিলেন।

সরকার পরিবর্তনের পর বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক।

বাতেনের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৭টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আর বাতেনের স্ত্রীর বিরুদ্ধে মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার চারটি ব্যাংক হিসাবে ৮ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাতেনের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম