সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: সিলেটে নাহিদ

- আপডেট সময় ০৯:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
প্রবাসীরা এ দেশ গড়ায় অবদান রাখছে, ফলে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “সিলেটের প্রবাসীরা গণঅভ্যুত্থানে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা তাদের ভুলব না। লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছেন সিলেটি। আপনারা লন্ডনকে জয় করেছেন।
“প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি। এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা চাই প্রবাসীরা বাংলাদেশের নীতি-নির্ধারণের অংশ হবে।”
শুক্রবার বিকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, “১৯৪৭ সালে দেশভাগের সময় সিলেটের বহু অংশ আসামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। করিমগঞ্জকে কেটে আসামে নেওয়া হয়েছে। দেশভাগের সময় এই বাংলার পক্ষে দাঁড়িয়েছে সিলেট। কিন্তু তখন আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই বৃটিশ আমল থেকে। পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলেও সিলেটকে ঠকানো হয়েছে। সিলেটে গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ থেকে ঠকানো হয়েছে।”
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, অর্পিতা শ্যাম দেব।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এনসিপি কোনো চাঁদাবাজাদের দল নয়। সন্ত্রাসীদের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি ওঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি ওঠে এসেছে।”
সংকট এখনও শেষ হয়ে যায়নি জানিয়ে তিনি বলেন, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আওয়ামী লীগের সুবিধাভোগী লেখক ও নেতারা এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে।”
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
সিলেট নগরীতে এনসিপির সমাবেশকে ঘিরে সকাল থেকেই চাঞ্চল্য বিরাজ করছিল। সমাবেশ ঘিরে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তুলে পুলিশ।
নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সিলেটের বিভিন্ন ইউনিটের ব্যানার-ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায়। নগরজুড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। রাত থেকেই সিলেট মহানগর পুলিশের নজরদারিতে ছিল পুরো এলাকা।
এর আগে বিকাল সাড়ে ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বিকালে সুনামগঞ্জ থেকে সিলেট আসার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি।
সেখানে নাহিদ ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এতোদিন গোলামের জীবনযাপন করতাম। বিশেষত হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতে হত। তবে জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের মাধ্যমে আমরা শপথ নিয়েছি, আমরা আর গোলামের জীবনযাপন করব না।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দ্রুত ব্যবস্থা করতে হবে। এই এক বছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে। অনেক কিছু সংস্কার হচ্ছে।”
সিলেট প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম