প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে সমস্যার সমাধান হয়ে যাওয়ায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
সফর বাতিলের সিদ্ধান্ত বদলে জাপান যাচ্ছে বার্সেলোনা

- আপডেট সময় ১০:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঝামেলা মিটে গেছে বার্সেলোনার। তাই আগের অবস্থান থেকে সরে এসে জাপান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
এক বিবৃতিতে শুক্রবার সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছে বার্সেলোনা। এ দিনই জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা কাতালান ক্লাবটির।
আগামী রোববার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার ক্লাব সিউল এফসি ও ৪ অগাস্ট দেগু এফসির মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।
প্রচারকারী প্রতিষ্ঠানের গুরুতর চুক্তিভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার জাপান সফর বাতিল করে দেয় বার্সেলোনা। তবে দক্ষিণ কোরিয়া সফরের পথ খোলা রাখে তারা। এশিয়ার দেশটিতে দুটি ম্যাচ সমন্বয় করার কথা বলে তারা।
চুক্তির সমস্যা সমাধান হয়ে যাওয়ায় এখন জাপান ও দক্ষিণ কোরিয়া, দুটি দেশেই সফর করবে বার্সেলোনা।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম