বাংলাদেশ দূতাবাসের এ অবস্থান প্রবাসীদের মধ্যে প্রশংসিত হচ্ছে।
কুয়েতে ‘অবৈধ লেনদেনের’ দায়ে বাংলাদেশিকে স্থায়ীভাবে দেশে ফেরত

- আপডেট সময় ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
কুয়েতে ‘অবৈধ লেনদেনের’ দায়ে এক প্রবাসীকে স্থায়ীভাবে দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস।
আবু হোসেন মারফুল্লাহ নামে এ প্রবাসীর বিরুদ্ধে দূতাবাস অভিযোগ করলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে নেমে অভিযোগের প্রমাণ পায়।
বৃহস্পতিবার দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি দূতাবাসে আসা সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে কাজ করে দেওয়ার আশ্বাসে ‘অবৈধভাবে অতিরিক্ত অর্থ’ আদায় করে আসছিলেন।
দূতাবাসের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করলেও তিনি ‘অনৈতিক এই কর্মকাণ্ড’ থেকে বিরত হননি। ফলে দূতাবাসের সেবার মান ও ভাবমূর্তি রক্ষায় কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়।
এর অংশ হিসেবে গত ১৬ জুন তাকে কুয়েতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ১২ জুলাই আবু হোসেন মারফুল্লাহকে কুয়েত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের কোনো অনিয়ম বা দালালচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে যেন তারা কোনো প্রকার দালালের সহযোগিতা না নিয়ে সরাসরি দূতাবাসের নিয়মিত সেবা নেন।
এই পদক্ষেপ কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাড়া ফেলেছে। প্রবাসীরা মনে করছেন, ভিসা ব্যবসা, দালালচক্র এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে দূতাবাসের এমন সক্রিয় অবস্থান দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম