লালমোহন উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় থাকতে চায়: হাফিজ উদ্দিন

- আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
এই অন্তর্বর্তী সরকার নির্বাচন না দিয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
ভোলা-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, “অনেক ত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার এসেছে। আমরা বিএনপিসহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছি। কিন্তু আমরা এ সরকারের কাছে যা আশা করেছি তা পাইনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।
“নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেও না। বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়।”
শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, “বিএনপিসহ সমমনা দলগুলো মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই অভ্যুত্থানের সময় আহত হয়েছেন তাদেরও কোনো খোঁজ-খবর নিচ্ছে না। তাদের মূল্যায়নও করতে পারেনি।”
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, সর্বোচ্চ ফেব্রুয়ারি মাসের মধ্যে। জনগণ যাকে ভোট দেবেন তিনিই ক্ষমতা আসবেন। তবে যারা দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানে না তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যারা ভোট পাবে না তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।”
লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে এবং সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্যাহ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্যসচিব রাইসুল।
সম্মেলনে মো. জাফর ইকবাল উপজেলা বিএনপির সভাপতি এবং শফিকুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ছাদেক মিয়া জান্টু পৌরসভা বিএনপির সভাপতি এবং মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী সাধারণ সম্পাদক হয়েছেন।
ভোলা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম