নতুন মডেলটি কেবল একক এআই মডেল না হয়ে বিভিন্ন মডেলকে একত্র করে কাজ করবে ও নানারকম কাজ সম্পাদন করতে পারবে।
অগাস্টে জিপিটি-৫ চালুর প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই?

- আপডেট সময় ০৯:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
শিগগিরই কোম্পানিটির নতুন জিপিটি-৫ মডেল চালু করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রদূত মার্কিন এআইনির্ভর কোম্পানি ওপেনএআই।
এ পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্রদের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ প্রতিবেদনে লিখেছে, অগাস্টেই নিজেদের নতুন সংস্করণের জিপিটি-৫ মডেল উন্মোচন করতে পারে তারা।
এ গ্রীষ্মে চালু হওয়ার কথা ছিল এ নতুন মডেলটির, যেটিকে উন্নত এক এআই সিস্টেম হিসেবে উপস্থাপন করবে ওপেনএআই। নতুন মডেলটি কেবল একক এআই মডেল না হয়ে বিভিন্ন মডেলকে একত্র করে কাজ করবে ও নানারকম কাজ সম্পাদন করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মাইক্রোসফটের সহায়তায় পরিচালিত চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটি।
এর আগে, ফেব্রুয়ারিতে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, নতুন জিপিটি-৫ মডেলে নিজেদের ‘০৩’ মডেল’সহ আরও কিছু প্রযুক্তি একত্র করবে তারা। যার উদ্দেশ্য হচ্ছে, কোম্পানিটির বিভিন্ন সেবা ও প্রযুক্তি আরও সহজভাবে ব্যবহারকারীদের জন্য উপস্থাপন করা।
রয়টার্স লিখেছে, স্টার্টআপটির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ০-সিরিজ ও জিপিটি-সিরিজের বিভিন্ন এআই মডেলকে একসঙ্গে এনে এমন এক এআই সিস্টেম তৈরি করা, যা সব ধরনের টুল ব্যবহার করতে ও নানা রকম কাজ কার্যকরভাবে সম্পাদন করতে পারবে।
ভার্জের প্রতিবেদনে অনুসারে, “জিপিটি-৫ অগাস্টের শুরুতেই উন্মোচিত হতে পারে। তবে বেশিরভাগ সময়ই নিজেদের নির্ধারিত এআই মডেল প্রকাশের তারিখ পরিবর্তন করেছে ওপেনএআই।
“কারণ অনেক সময় উন্নয়ন কাজ শেষ হতে দেরি হয়, সার্ভার চালানোর মতো প্রযুক্তিগত সমস্যা বা প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোম্পানিও নতুন কিছু ঘোষণা করলে পরিকল্পনা বদলে ফেলে তারা। ফলে জিপিটি-৫ কবে প্রকাশ পাবে তা এখনও নিশ্চিত নয়।” – প্রতিবেদনে লিখেছে ভার্জ।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম