দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে।
লালমনিরহাটে জমির দ্বন্দ্বে বৃদ্ধা নিহত, আটক ১

- আপডেট সময় ১০:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমির দ্বন্দ্বে সংঘর্ষের সময় এক বৃদ্ধা নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে আদিতমারী থানার ওসি আলী আকবর জানান।
নিহত আছিয়া বেওয়া (৮৫) ওই এলাকার মৃত আফার উদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন- নিহতের ছেলে দলিল মিয়ার স্ত্রী রুবিয়া বেগম (৪৫), রুবিয়ার দুই ছেলে আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (৩০)। তাদেরকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ মিষ্টি খাতুনকে (৩৫) আটক করেছে।
নিহত আছিয়া বেওয়ার ছেলে দলিল উদ্দিন বলেন, “আমাদের প্রায় তিন বিঘা জমি আছে, যেখানে আমাদের বসতভিটাও রয়েছে। চাচাতো ভাই আতিয়ার, মতিয়ার ও রেজাউল প্রায় ৪০ শতক জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিল। একাধিকবার গ্রামে সালিশ হলেও তারা মেনে নেয়নি।
“সকালে প্রতিপক্ষ ট্রাক্টর নিয়ে জোর করে জমি চাষ করতে আসে। বাঁধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও বেধড়ক মারধর করে। তিনি ঘটনাস্থলেই মারা যান।”
নিহতের নাতি রাইজিং সান স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, “এমন ঘটনায় আমরা স্তম্ভিত। একজন বয়োবৃদ্ধা মহিলাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য লাভলী বেগম বলেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সকালে প্রতিপক্ষের লোকজন জমি দখল করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।”
আদিতমারী থানার ওসি আলী আকবর বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি। পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
লালমনিরহাট প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম