নয়ন হোসেন (২৩) সিংড়ার নূরপুর এলাকার মো. মহির উদ্দিনের ছেলে।
ফুটবল খেলা দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ, লাশ উদ্ধার

- আপডেট সময় ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়া উপজেলায় ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে এক যুবক নিখোঁজ হন।
২৪ ঘণ্টা পর শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার আত্রাই নদীর নূরপুর খেয়াঘাট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহত নয়ন হোসেন (২৩) সিংড়ার নূরপুর এলাকার মো. মহির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন জানায়, শুক্রবার বিকালে সিংড়ার নূরপুর মাঠে ফুটবল খেলা দেখতে আত্রাই নদী নৌকায় পার হওয়ার সময় নৌকায় ধারণ ক্ষমতার বেশি লোক উঠে যায়। নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়।
এ সময় অন্য যাত্রীরা সাঁতরিয়ে পার হলে ডুবে যান নয়ন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু নয়নকে খুঁজে পাওয়া যায়নি।
ওসি বলেন, দুপুর থেকে ডুবুরি দল আবার উদ্ধার অভিযান শুরু করে। বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
নাটোর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম