জার্মানিতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩
- আপডেট সময় ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ১৫৬ বার পড়া হয়েছে
জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত ও আরও অনেকে গুরুতর আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ।
রোববার ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তের নিকটবর্তী জার্মানির রিডলিংগেন ও মুন্ডাকিংগেন শহরের মধ্যবর্তী স্থানে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়, এক বিবৃতিতে জানিয়েছে স্টুটগার্ট নগর পুলিশ।
ট্রেনটির বগি দুটি লাইনচ্যুত হয়ে বাঁক খেয়ে একপাশে কাত হয়ে পড়ে যায়। ছবি: রয়টার্স
এ ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। ট্রেনটি সিগমারিঙ্গেন ও উল্ম শহরে মধ্যে প্রায় ৯০ কিলোমিটারের একটি রুটে ছিল। কী কারণে বগি দুটি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
রয়টার্স জানিয়েছে, জার্মানির বার্তা সংস্থা ডিপিএ প্রকাশিত ছবিতে দেখা গেছে বগি দুটি অনেকটা অক্ষত থাকলেও বাঁক খেয়ে একপাশে কাত হয়ে পড়ে গেছে।
দুর্ঘটনার পর জরুরি বিভাগের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। ছবি: রয়টার্স
জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনা কোম্পানি ডয়েচে বান এক বিবৃতিতে জানিয়েছে, এ দুর্ঘটনায় ‘অনেকে আহত’ হয়েছেন এবং তাদের ‘চিন্তা’ নিহতদের ও তাদের পরিবারের সঙ্গে আছে।
তারা বলেছে, কী কারণে ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা পরিষ্কার হয়নি। তদন্তে কর্তৃপক্ষকে তারা সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছে।
সূত্র : বার্তাসংস্থা রয়টার্স / বিবিসি
বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











