বাংলাদেশ বিজনেস সামিট : গণমাধ্যমের মুখোমুখি এফবিসিসিআই
- আপডেট সময় ০৮:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৪৪ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ৫০ বছরপূর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩। আগামী ১১ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমের সঙ্গে এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভা। সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সামিটের বিস্তারিত তুলে ধরে বলেন, বৃহৎ এ বিজনেস সামিটে ৯টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী যোগ দেবেন। থাকবেন ২৫০ জনের বেশি প্রতিনিধি। ১৩টি দেশের বড় প্রতিষ্ঠানের সিইও অংশ নিবেন। তিনি বলেন, এ সামিটের মাধ্যমে ১০০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টসহ ও ডিজিটাল ইকোনমিকে শক্তিশালী করার প্রতি জোর দেওয়ার পাশাপাশি এসএমই প্রতিষ্ঠানগুলোকে বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় সামিট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা ও উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতি-নির্ধারকদের নিয়ে সামিটে তিনটি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা, বিটুবি মিটিং, নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনের সুপারিশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।