১১:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
প্রতিষ্ঠানটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

মাইলস্টোন খুলছে রোববার

নিঝুম আহমেদ - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

 

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর রোববার ‘সীমিত পরিসরে’ খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

এদিন স্মরণসভা ও সীমিত পরিসরে ক্লাসের মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু করবে প্রতিষ্ঠানটি।

শনিবার রাতে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন “আমরা রোববার থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

“এদিন স্মরণসভা সভার আয়োজন থাকছে। ক্লাস হবে সীমিত পরিসরে।”

তিনি বলেন, “স্বাভাবিক সময়ে প্রতিদিন আটটি ক্লাস হলেও শুরুতে শিক্ষা কার্যক্রম চালু হবে সীমিত পরিসরে, একটি বা দুটি ক্লাস হতে পারে। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে দিকে আমরা লক্ষ রাখছি।

“শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে আছেন, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে, এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।”

গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণে থাকা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সে দিন শিক্ষার্থীসহ অন্তত ২০ জন নিহত হয়, তাদের বেশিরভাগই শিশু। পরে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়ায়।

গত কয়েকদিনে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯ শিক্ষার্থী। এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও কয়েকজন।

এই দুর্ঘটনার পরের দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

মর্মান্তিক এ ঘটনার ছয় দিন বাদে ২৭ জুলাই থেকে উত্তরার দিয়াবাড়িতে প্রতিষ্ঠানটি ক্যাম্পাস খুলে দিয়ে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল।

আগের দিন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে না। প্রথম তিন দিন ছুটি ঘোষণা হয়েছিল, পরে তা আরও দুই দিন রোববার ও সোমবার পর্যন্ত বাড়ানো হয়।”

ছুটি শেষে মঙ্গলবার স্কুল খুলবে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, “সে সিদ্ধান্ত সোমবার জানা যাবে। কর্তৃপক্ষ সোমবার বসে স্কুল খোলা বা না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

তবে ২৮ জুলাই তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে ২ অগাস্ট পর্যন্ত করা হয়। এই ছুটি শেষে রোববার ‘সীমিত পরিসরে’ ক্লাস শুরুর ঘোষণা এল।

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠানটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

মাইলস্টোন খুলছে রোববার

আপডেট সময় ১১:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

 

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর রোববার ‘সীমিত পরিসরে’ খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

এদিন স্মরণসভা ও সীমিত পরিসরে ক্লাসের মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু করবে প্রতিষ্ঠানটি।

শনিবার রাতে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন “আমরা রোববার থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

“এদিন স্মরণসভা সভার আয়োজন থাকছে। ক্লাস হবে সীমিত পরিসরে।”

তিনি বলেন, “স্বাভাবিক সময়ে প্রতিদিন আটটি ক্লাস হলেও শুরুতে শিক্ষা কার্যক্রম চালু হবে সীমিত পরিসরে, একটি বা দুটি ক্লাস হতে পারে। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে দিকে আমরা লক্ষ রাখছি।

“শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে আছেন, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে, এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।”

গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণে থাকা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সে দিন শিক্ষার্থীসহ অন্তত ২০ জন নিহত হয়, তাদের বেশিরভাগই শিশু। পরে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়ায়।

গত কয়েকদিনে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯ শিক্ষার্থী। এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও কয়েকজন।

এই দুর্ঘটনার পরের দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

মর্মান্তিক এ ঘটনার ছয় দিন বাদে ২৭ জুলাই থেকে উত্তরার দিয়াবাড়িতে প্রতিষ্ঠানটি ক্যাম্পাস খুলে দিয়ে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল।

আগের দিন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে না। প্রথম তিন দিন ছুটি ঘোষণা হয়েছিল, পরে তা আরও দুই দিন রোববার ও সোমবার পর্যন্ত বাড়ানো হয়।”

ছুটি শেষে মঙ্গলবার স্কুল খুলবে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, “সে সিদ্ধান্ত সোমবার জানা যাবে। কর্তৃপক্ষ সোমবার বসে স্কুল খোলা বা না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

তবে ২৮ জুলাই তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে ২ অগাস্ট পর্যন্ত করা হয়। এই ছুটি শেষে রোববার ‘সীমিত পরিসরে’ ক্লাস শুরুর ঘোষণা এল।

 

 

নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম