ফিচারটি ব্যবহার করে ক্রিয়েটররা তাদের ভিডিওতে অন্য ক্রিয়েটরদের সহযোগী হিসেবে যোগ করতে পারবেন। এতে উভয় ক্রিয়েটরের ভিডিও দর্শকদের কাছে সহজে পৌঁছাবে।
কোলাবরেশন ফিচার নিয়ে পরীক্ষায় ইউটিউব

- আপডেট সময় ০১:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকের মতই কোলাবরেশন ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছে ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউব।
প্ল্যাটফর্মটির হেল্প সেন্টার ‘ইউটিউব হেল্পে’ এক গুগল কর্মী বলেছেন, ফিচারটি ব্যবহার করে ক্রিয়েটররা তাদের ভিডিওতে অন্য ক্রিয়েটরদের সহযোগী হিসেবে যোগ করতে পারবেন। এতে উভয় ক্রিয়েটরের ভিডিও একে অপরের দর্শকদের কাছে সহজে পৌঁছাবে।
বর্তমানে এ ফিচারটি কিছু সংখ্যক ক্রিয়েটরের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ইউটিউব সামনে এর ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং পরামর্শক লিন্ডজি গ্যাম্বল সামাজিক মাধ্যম থ্রেডসে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে দেখা যায় এ পরীক্ষামূলক ফিচারটি কীভাবে কাজ করছে।
গ্যাম্বলের পোস্ট করা স্ক্রিনশটটিতে দেখা গিয়েছে, ইউটিউবের নতুন কোলাবরেশন ফিচারে সহযোগীদের নাম মূল ক্রিয়েটরের নামের পাশে দেখা যাবে। যদি সহযোগীর সংখ্যা বেশি হয় তাহলে মোবাইল ভিউতে নামের পাশে ‘অ্যান্ড মোর’ লেখা থাকবে। সেখানে ট্যাপ করলে কনটেন্টের সঙ্গে যুক্ত সব ব্যক্তির নাম এবং তাদের নামের পাশে ‘সাবস্ক্রাইব’ বোতাম দেখা যাবে।
ইনস্টাগ্রাম ও টিকটকের মতোই এই ফিচারে ভিডিও আপলোড করা ক্রিয়েটরদের অন্য অ্যাকাউন্টকে সহযোগী হিসেবে আমন্ত্রণ জানাতে হবে।
আমন্ত্রিত ক্রিয়েটরকে অবশ্যই সেই আমন্ত্রণ অনুমোদন করতে হবে। এতে করে কেউ ইচ্ছামতো অন্যদের ভিডিওতে যুক্ত করতে পারবে না।
তবে এখনও পরিষ্কার নয় যে সহযোগীরা কি আপলোডারের জন্য নির্দিষ্ট কিছু তথ্য দেখতে পারবেন কি না। যেহেতু এটি পরীক্ষামূলক ফিচার, ইউটিউব এবং গুগল পরীক্ষকদের মতামতের ওপর ভিত্তি করে ঠিক করবে এটি সবার জন্য চালু করা হবে কি না।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম