মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী হাসপাতালে

- আপডেট সময় ০৪:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন। রোববার (৫ মার্চ) বেলা ১১টায় ওই মহাসড়কের মান্দারীর যাদৈয়া মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, যাত্রী আলাউদ্দিন, আনোয়ারা বেগম, আবুল হাসান, বদরুদ্দোজা ও সিএনজি চালক মো. কামাল হোসেন। তারা সদর উপজেলার মান্দারী এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রোববার বেলা ১১টায় সিএনজিচালিত অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। তখন অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম জানান, হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ (সদর) সার্কেল মো. সোহেল রানা জানান, রোববার বেলা ১১টায় খবর হাইওয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।