প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের ‘কুলি’ মুক্তি পাবে ১৪ অগাস্টে।
কুলি: ট্রেইলারে ঝড় তুললেন রজনীকান্ত

- আপডেট সময় ১২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণের আলোচিত নির্মাতাদের একজন লোকেশ কঙ্গরাজ; আর তার সিনেমায় অভিনয় করেছেন মহাতারকা রজনীকান্ত। দুজনে মিলে ঝড় তুলেছেন ‘কুলি’ সিনেমার ট্রেইলারে।
৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেইলারে স্বর্ণ পাচারের কাহিনীর ছাপ দেখা গেছে। যেখানে একজন ‘কুলি’ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের মহাতারকা রাজনীকান্ত। ট্রেইলারের সংক্ষিপ্ত ভিডিওতে একজন কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েনে রজনীকান্ত হাজির হন দুর্দান্ত রূপে।
ভিডিও শুরু হয় মনোলগ দিয়ে। ‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়’- এখান থেকেই তৈরি হয় রহস্যের আবহ। এরপর একে একে চরিত্ররা আসতে থাকেন।
ট্রেইলারে এক চরিত্র বলেন, ১৪ হাজার কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছেন তিনি। এর পর আবির্ভূত হন রজনীকান্ত। যিনি একজন সাবেক স্বর্ণ পাচারকারী, নিজের হারানো গৌরব ফিরে পেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের ‘কুলি’ মুক্তি পাবে ১৪ অগাস্টে।
রজনীকান্তের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের আমির খান। ‘কুলি’ দিয়ে প্রায় ত্রিশ বছর পর দুই অভিনেতা পর্দা ভাগাভাগি করছেন।
এছাড়া, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসানসহ আরো অনেকে কাজ করেছেন এই সিনেমায়।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম