০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির স্কোরলাইন ২-২ হলেও এই ড্রয়ে ভারতের জয় দেখছেন সাবেক স্পিনার হারভাজান সিং।

২-২ ড্রয়ে লুকিয়ে আছে ‘ভারতের বড় জয়’

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৩৭ বার পড়া হয়েছে

 

ড্রয়ের মাঝেও অনেক সময় মিশে থাকে জয়-পরাজয়। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষেও দুই দলের প্রতিক্রিয়াতেও তা পরিষ্কার। ওভাল টেস্টের শেষের নাটকীয়তার তাৎক্ষণিক প্রভাব তাতে যেমন আছে, তেমনি আছে সিরিজের সামগ্রিক ফলাফলের ছায়াও। হারভাজান সিং তুলে ধরলেন ড্রয়ের আবরণে মিশে থাকা সেই জয়ের ছবি। সাবেক ভারতীয় স্পিনারের মতে, ড্র সিরিজেও আসলে বিশাল ব্যবধানে জিতেছে ভারত।

সিরিজ শুরুর আগে ভারতকে এগিয়ে রাখার লোক খুব বেশি ছিল না। বরং তাদের বড় পরাজয়ই ছিল সবচেয়ে সম্ভাব্য ফলাফল। এমনকি ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও খুব বেশি আশার জায়গা দেখেননি। একদমই নতুন অধিনায়ক, তুলনামূলক তরুণ দল নিয়ে ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে ভালো কিছু করা ভীষণ দুরূহ বটে। সেই দলই দুবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র করেছে সিরিজ। লর্ডসে ১৯ত রান তাড়ায় প্রত্যাশিত জয়টি পেলে ৩-১ ব্যবধানে সিরিজ জিততেও পারত শুবমান গিলের দল।

ওভালে রুদ্ধশ্বাস জয়ে ভারত সিরিজ ড্র করার পর নিজের ইউটিউব চ্যানেলে হারভাজান ওড়ালেন জয়ের ঝান্ডা। পাল্টা তির ছুড়লেন তিনি ইংল্যান্ডের সাবেকদের দিকেও।

“আমার মনে হয়, ভারতের বড় একটি জয় লুকিয়ে আছে এখানে। হ্যাঁ, স্কোরলাইন দেখাচ্ছে ২-২। তবে ভারতের এই ড্র আসলে জয়ের সমানই। মাইকেল ভন ও আরও অনেকে ভবিষ্যদ্বানী করেছিল ৩-০ বা ৩-১ ব্যবধানে জিততে ইংল্যান্ড। আমি এখন তাদেরকে বলব, নিজেদের দলের দিকে তাকান এবং দেখুন ইংল্যান্ডের অবস্থা। ভারতীয় ক্রিকেটের অবস্থান দেখিয়ে দিয়েছে আমাদের যোদ্ধারা।”

আগের পরিকল্পনার পথ ধরে এগোলে এই সফরে অধিনায়ক থাকার কথা ছিল রোহিত শার্মার, দলে থাকতে পারতেন ভিরাট কোহলি, রাভিচান্দ্রান অশ্বিনের মতো অভিজ্ঞরা। কিন্তু গত কয়েক মাসে বিদায় নিয়েছেন তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে স্রেফ পাঁচ ম্যাচের অধিনায়কত্বের অভিজ্ঞতায় ইংল্যান্ডে দলকে নেতৃত্ব দিয়েছেন শুবমান গিল।

সেই দলটিই সিরিজজুড়ে যেভাবে চোখ চোখ রেখে লড়েছে ইংলিশদের সঙ্গে, হারভাজান তাতে মুগ্ধ।

“অবিশ্বাস্য এক টেস্ট ম্যাচ এবং যেভাবে ভারত এই সিরিজে খেলেছে, প্রশংসা তাদের প্রাপ্য। দল যায় ইংল্যান্ডে যায়, অনেকেই বলেছেন যে এই দলটা তরুণ এবং সিনিয়র ক্রিকেটার খুব বেশি নেই। এখন দেখুন, এই তরুণ দল কীভাবে ইতিহাস রচনা করল।”

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির স্কোরলাইন ২-২ হলেও এই ড্রয়ে ভারতের জয় দেখছেন সাবেক স্পিনার হারভাজান সিং।

২-২ ড্রয়ে লুকিয়ে আছে ‘ভারতের বড় জয়’

আপডেট সময় ১২:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

ড্রয়ের মাঝেও অনেক সময় মিশে থাকে জয়-পরাজয়। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষেও দুই দলের প্রতিক্রিয়াতেও তা পরিষ্কার। ওভাল টেস্টের শেষের নাটকীয়তার তাৎক্ষণিক প্রভাব তাতে যেমন আছে, তেমনি আছে সিরিজের সামগ্রিক ফলাফলের ছায়াও। হারভাজান সিং তুলে ধরলেন ড্রয়ের আবরণে মিশে থাকা সেই জয়ের ছবি। সাবেক ভারতীয় স্পিনারের মতে, ড্র সিরিজেও আসলে বিশাল ব্যবধানে জিতেছে ভারত।

সিরিজ শুরুর আগে ভারতকে এগিয়ে রাখার লোক খুব বেশি ছিল না। বরং তাদের বড় পরাজয়ই ছিল সবচেয়ে সম্ভাব্য ফলাফল। এমনকি ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও খুব বেশি আশার জায়গা দেখেননি। একদমই নতুন অধিনায়ক, তুলনামূলক তরুণ দল নিয়ে ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে ভালো কিছু করা ভীষণ দুরূহ বটে। সেই দলই দুবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র করেছে সিরিজ। লর্ডসে ১৯ত রান তাড়ায় প্রত্যাশিত জয়টি পেলে ৩-১ ব্যবধানে সিরিজ জিততেও পারত শুবমান গিলের দল।

ওভালে রুদ্ধশ্বাস জয়ে ভারত সিরিজ ড্র করার পর নিজের ইউটিউব চ্যানেলে হারভাজান ওড়ালেন জয়ের ঝান্ডা। পাল্টা তির ছুড়লেন তিনি ইংল্যান্ডের সাবেকদের দিকেও।

“আমার মনে হয়, ভারতের বড় একটি জয় লুকিয়ে আছে এখানে। হ্যাঁ, স্কোরলাইন দেখাচ্ছে ২-২। তবে ভারতের এই ড্র আসলে জয়ের সমানই। মাইকেল ভন ও আরও অনেকে ভবিষ্যদ্বানী করেছিল ৩-০ বা ৩-১ ব্যবধানে জিততে ইংল্যান্ড। আমি এখন তাদেরকে বলব, নিজেদের দলের দিকে তাকান এবং দেখুন ইংল্যান্ডের অবস্থা। ভারতীয় ক্রিকেটের অবস্থান দেখিয়ে দিয়েছে আমাদের যোদ্ধারা।”

আগের পরিকল্পনার পথ ধরে এগোলে এই সফরে অধিনায়ক থাকার কথা ছিল রোহিত শার্মার, দলে থাকতে পারতেন ভিরাট কোহলি, রাভিচান্দ্রান অশ্বিনের মতো অভিজ্ঞরা। কিন্তু গত কয়েক মাসে বিদায় নিয়েছেন তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে স্রেফ পাঁচ ম্যাচের অধিনায়কত্বের অভিজ্ঞতায় ইংল্যান্ডে দলকে নেতৃত্ব দিয়েছেন শুবমান গিল।

সেই দলটিই সিরিজজুড়ে যেভাবে চোখ চোখ রেখে লড়েছে ইংলিশদের সঙ্গে, হারভাজান তাতে মুগ্ধ।

“অবিশ্বাস্য এক টেস্ট ম্যাচ এবং যেভাবে ভারত এই সিরিজে খেলেছে, প্রশংসা তাদের প্রাপ্য। দল যায় ইংল্যান্ডে যায়, অনেকেই বলেছেন যে এই দলটা তরুণ এবং সিনিয়র ক্রিকেটার খুব বেশি নেই। এখন দেখুন, এই তরুণ দল কীভাবে ইতিহাস রচনা করল।”

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম