বেলা সোয়া অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে নানাবয়সী মানুষ।
অভ্যুত্থানের বর্ষপূর্তি: দেশের গানে শুরু দিনব্যাপী আয়োজন

- আপডেট সময় ০১:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটির রাষ্ট্রীয় উদযাপন শুরু হয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায় দেশের গান দিয়ে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।
এই আয়োজনেই বিকালে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এই অনুষ্ঠানে ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এসব ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসছে, সমাবেশ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাবে।
বেলা সোয়া ১১টা নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে নানাবয়সী মানুষ। তাদের কারো হাতে জাতীয় পতাকা, কেউবা পতাকা মাথায় বেঁধেছেন।
মিরপুর থেকে আসা মো. আহমেদুল হাসান আয়োজনে যোগ দিয়েছেন তার বোন এবং ছোট্ট ভাগ্নেকে নিয়ে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২৪ সালের এই দিনে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল। সেই দিনটিতেও এখানে এসেছিলাম। আজ আবারও স্মরণ করতেই আসা। এখানে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। উপভোগ করতে এসেছি।”
অনুষ্ঠান দেখার সুবিধার জন্য অনুষ্ঠানস্থলের আশপাশে বেশ কয়েকটি ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। দূরত্ব মেপে বসানো হয়েছে সাউন্ড বক্সও। দর্শনার্থীদে সুবিধার্থে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছর্য।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুষ্ঠানস্থলে র্যাব, পুলিশের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ বসানো হয়েছে। এছাড়া, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেদের বিপুল উপস্থিতিও দেখা গেছে আয়োজন ঘিরে। রয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়িও।
আয়োজনে আরও যা যা
সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় মিলে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে।
সাইমুম শিল্পগোষ্ঠী ছাড়াও কলরব শিল্পগোষ্ঠী, শিল্পী নাহিদ এবং তাশফিরের পরিবেশনা করার কথা রয়েছে।
এরপর জোহরের নামাজের বিরতি দিয়ে চিটাগং হিপহপ হুড, র্যাপার সেজান ও ব্যান্ডদল শূন্য গান শোনাবে।
দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্ট এর পলায়ন উদযাপন’; এরপর ২টা ৪০ মিনিটে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, এরপর রয়েছে ইথুন বাবু ও মৌসুমী, ব্যান্ডদল সোলস ও ওয়ারফেইজের পরিবেশনা।
এরপর আসরের নামাজের বিরতি দিয়ে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টার।
তারপর সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্পেশাল ড্রোন ড্রামা’ এবং ৮টায় ব্যান্ডদল আর্টসেলের কনসার্ট করার কথা রয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষমেশ সরকার উৎখাতের ইতিহাস পড়ে।
৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাড়ে ১৫ বছর দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা।
শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
সরকারের তরফে জবাব ছিল- গুলি, টিয়ারশেল আর লাঠি; এককথায় কেবলই বলপ্রয়োগ। প্রথমে ফেইসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়।
আন্দোলনে রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় দেড় দশকের আওয়ামী লীগ সরকারের। পালাতে বাধ্য হন শেখ হাসিনা আর তার অমাত্যরা।
৫ অগাস্ট সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবি মেনে শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম