০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে শিশুসহ নিহত ৫

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৪:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে দেশটির নিউইয়র্কের স্প্রিং ভ্যালিতে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, একটি আবাসিক বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে দ্রুত ছুটে যায়। তারা ওই বাড়িতে আটকেপড়াদের উদ্ধার করতে একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়। বাড়িটি কাঠের হওয়ার আগুনের ভয়াবহতা বেশি ছিল। যে কারণে বাড়িতে প্রবেশ করা অসম্ভব ছিল।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থাকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে আগুন লাগার কারণ ও উৎস উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ট্যাগস