এ নিয়ে দ্বিতীয়বার তিনি প্রধান উপদেষ্টা হিসেবে সচিবালয়ে এলেন।
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ০২:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয়বারের মত সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নতুন নির্মিত (এক নম্বর) ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।
গত বছরের ৮ অগাস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো হচ্ছে।
তবে মাঝে গত নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রেস ক্লাবের বিপরীতে ৫ নম্বর গেইট দিয়ে সচিবালয়ের প্রবেশ করেন ইউনূস। তার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এর অংশ হিসেবে দিনের প্রথম ভাগে ১ নম্বর গেইট ছাড়া অন্য কোনো গেইট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম