০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ইউএনজিএ প্রেসিডেন্টের অভিমত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ‘অলৌকিক’ ঘটনার মতো

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১১৭ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি সাবা করোসি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই অলৌকিক ঘটনার মতো।

শনিবার (৪ মার্চ) বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকে পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউএনজিএ’র সভাপতি সাবা করোসি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সাউথ-সাউথ দেশগুলোকে সম্পৃক্ত করে একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের প্রস্তাব করেন, যাতে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সাহায্য না করলে জনগণের কল্যাণে সম্ভাবনা ও করণীয় খুঁজে বের করা সম্ভব হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী একদিনের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘের সাধারণ পরিষদের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ইউএনজিএ প্রেসিডেন্টের অভিমত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ‘অলৌকিক’ ঘটনার মতো

আপডেট সময় ০৪:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি সাবা করোসি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই অলৌকিক ঘটনার মতো।

শনিবার (৪ মার্চ) বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকে পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউএনজিএ’র সভাপতি সাবা করোসি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সাউথ-সাউথ দেশগুলোকে সম্পৃক্ত করে একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের প্রস্তাব করেন, যাতে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সাহায্য না করলে জনগণের কল্যাণে সম্ভাবনা ও করণীয় খুঁজে বের করা সম্ভব হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী একদিনের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘের সাধারণ পরিষদের সহযোগিতা কামনা করেন।