০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
১৮ কোটি রুপি পারিশ্রমিকের ব্যাটসম্যান চলে যেতে চান অন্য দলে, তাকে ধরে রাখতে জটিলতায় রাজস্থান রয়্যালস।

স্যামসনকে নিয়ে রাজস্থান রয়্যালসে টানাপোড়েন

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ১২২ বার পড়া হয়েছে

 

গত বছরের মেগা নিলামের আগে ১৮ কোটি রুপিতে সাঞ্জু স্যামসনকে ধরে রাখে ক্রিকেট। দলের অধিনায়কও তিনি। দলীয় পরিকল্পনার অনেকটুকু জুড়েই আছেন এই ব্যাটসম্যান। কিন্তু এখন তিনি এই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চান বলে খবর বেরিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এবারের আইপিএল শেষেই রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টকে তিনি জানিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চাওয়ার ইচ্ছের কথা।

এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে স্যামসনের সম্পর্ক অরেনক পুরোনো। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবারের আইপিএলে ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে টানাপোড়েন শুরু হয় তার। টি-টোয়েন্টিতে তিনি ওপেন করতে পছন্দ করেন। এই মৌসুমেও করেছন। তবে বৈভাব সুরিয়াভানশির চমকপ্রদ আবির্ভাবের পর থেকে কিশোর এই প্রতিভাবান ব্যাটসম্যানের সঙ্গে ইয়াসাসভি জয়সওয়ালকে দিয়ে নিয়মিত ইনিংস শুরু করেছে রাজস্থান।

এটা নিয়েই টানাপোড়েনের শুরু ও পরে তা আরও গভীর হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় খবর এসেছে। আইপিএল শেষে গত জুনে রিভিউ সভা হয়েছে রাজস্থানের, সেখান থেকে স্যামসনকে কোনো সুনির্দিষিট জবাব দেওয়া হয়নি। দল তাকে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করছে বা করবে বলে জানা গেছে।

দলের সত্বাধিকারীর সঙ্গে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয় হতে পারে।

শেষ পর্যন্ত স্যামসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে অন্য কোনো দলের সঙ্গে তাকে ‘ট্রেড’ করতে পারে রাজস্থান কিংবা তাকে নিলামে পাঠানো হতে পারে।

স্যামসন প্রথম দফায় রাজস্থানে খেলেছেন ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত। পরে দুই বছর দিল্লি ডেয়ারডেভিলসকে খেলে ২০১৮ সালে আবার ফেরেন রাজস্থানে। সেই থেকে এই দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। ২০২১ সালে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। পরের বছর তার নেতৃত্বে ফাইনাল খেলে রাজস্থান।

গত মেগা নিলামের আগে যে ছয়জন ক্রিকেটারদের ধরে রাখে রাজস্থান, তাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক স্যামসনেরই। চোটের কারণে এবারের আসরে অবশ্য ৫টি ম্যাচে খেলতে পারেননি তিনি।

এই মৌসুমটি ছিল রাজস্থানের জন্য ভুলে যাওয়ার মতো। গোটা আসরে স্রেফ চারটি ম্যাচ জিতে নবম স্থানে থেকে আসর শেষ করে তারা।

স্যামসন এখন আছেন বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে। সামনে কেরালা ক্রিকেট লিগে খেলবেন তিনি কোচি ব্লু টাইগার্সের হয়ে। নিলামে ২৬ লাখ ৮০ হাজার রুপিতে দল পেয়ে টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। এরপর তাকে দেখা যেতে পারে ভারতের হয়ে এশিয়া কাপে।

সামনের আইপিএলের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করতে হবে নভেম্বরে মধ্যে।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

১৮ কোটি রুপি পারিশ্রমিকের ব্যাটসম্যান চলে যেতে চান অন্য দলে, তাকে ধরে রাখতে জটিলতায় রাজস্থান রয়্যালস।

স্যামসনকে নিয়ে রাজস্থান রয়্যালসে টানাপোড়েন

আপডেট সময় ০২:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

 

গত বছরের মেগা নিলামের আগে ১৮ কোটি রুপিতে সাঞ্জু স্যামসনকে ধরে রাখে ক্রিকেট। দলের অধিনায়কও তিনি। দলীয় পরিকল্পনার অনেকটুকু জুড়েই আছেন এই ব্যাটসম্যান। কিন্তু এখন তিনি এই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চান বলে খবর বেরিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এবারের আইপিএল শেষেই রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টকে তিনি জানিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চাওয়ার ইচ্ছের কথা।

এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে স্যামসনের সম্পর্ক অরেনক পুরোনো। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবারের আইপিএলে ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে টানাপোড়েন শুরু হয় তার। টি-টোয়েন্টিতে তিনি ওপেন করতে পছন্দ করেন। এই মৌসুমেও করেছন। তবে বৈভাব সুরিয়াভানশির চমকপ্রদ আবির্ভাবের পর থেকে কিশোর এই প্রতিভাবান ব্যাটসম্যানের সঙ্গে ইয়াসাসভি জয়সওয়ালকে দিয়ে নিয়মিত ইনিংস শুরু করেছে রাজস্থান।

এটা নিয়েই টানাপোড়েনের শুরু ও পরে তা আরও গভীর হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় খবর এসেছে। আইপিএল শেষে গত জুনে রিভিউ সভা হয়েছে রাজস্থানের, সেখান থেকে স্যামসনকে কোনো সুনির্দিষিট জবাব দেওয়া হয়নি। দল তাকে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করছে বা করবে বলে জানা গেছে।

দলের সত্বাধিকারীর সঙ্গে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয় হতে পারে।

শেষ পর্যন্ত স্যামসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে অন্য কোনো দলের সঙ্গে তাকে ‘ট্রেড’ করতে পারে রাজস্থান কিংবা তাকে নিলামে পাঠানো হতে পারে।

স্যামসন প্রথম দফায় রাজস্থানে খেলেছেন ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত। পরে দুই বছর দিল্লি ডেয়ারডেভিলসকে খেলে ২০১৮ সালে আবার ফেরেন রাজস্থানে। সেই থেকে এই দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। ২০২১ সালে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। পরের বছর তার নেতৃত্বে ফাইনাল খেলে রাজস্থান।

গত মেগা নিলামের আগে যে ছয়জন ক্রিকেটারদের ধরে রাখে রাজস্থান, তাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক স্যামসনেরই। চোটের কারণে এবারের আসরে অবশ্য ৫টি ম্যাচে খেলতে পারেননি তিনি।

এই মৌসুমটি ছিল রাজস্থানের জন্য ভুলে যাওয়ার মতো। গোটা আসরে স্রেফ চারটি ম্যাচ জিতে নবম স্থানে থেকে আসর শেষ করে তারা।

স্যামসন এখন আছেন বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে। সামনে কেরালা ক্রিকেট লিগে খেলবেন তিনি কোচি ব্লু টাইগার্সের হয়ে। নিলামে ২৬ লাখ ৮০ হাজার রুপিতে দল পেয়ে টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। এরপর তাকে দেখা যেতে পারে ভারতের হয়ে এশিয়া কাপে।

সামনের আইপিএলের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করতে হবে নভেম্বরে মধ্যে।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম