টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তার দল বায়ার্ন মিউনিখ অবশ্য হেসেখেলেই জিতেছে।
সাবেক দলের বিপক্ষে গোলের পর পেনাল্টি মিস করলেন কেইন

- আপডেট সময় ০৩:১৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় যেখানে কাটিয়েছেন, সেই ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নেমে অম্লমধূর অভিজ্ঞতা হলো হ্যারি কেইনের। শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর, স্পট কিকে জালে বল পাঠাতে পারলেন না এই তারকা স্ট্রাইকার।
প্রাক-মৌসুমে প্রস্তুতিপর্বে তার দল বায়ার্ন মিউনিখ অবশ্য হেসেখেলেই জিতেছে। গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে লিওঁকে ২-১ গোলে হারানো বায়ার্ন বৃহস্পতিবার ঘরের মাঠে নেমে শুরুতেই এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও তিনবার জালে বল জড়িয়ে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দ্বাদশ মিনিটে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন টটেনহ্যামে ১৯ বছর কাটিয়ে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়া কেইন। দুই মিনিট পর তার সতীর্থ ইয়োসিপ স্তানিসিচকে ডি-বক্সে ফাউল করেন কদিন আগেই বায়ার্ন থেকে ধারে টটেনহ্যামে যোগ দেওয়া মিডফিল্ডার জোয়াও পালিনিয়া। কিন্তু স্পট কিক ক্রসবারের ওপর দিয়ে মেরে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান ইংল্যান্ড অধিনায়ক কেইন।
টটেনহ্যামের ওপর চাপ ধরে রেথে দ্বিতীয়ার্ধে একে একে বাকি তিন গোল করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমান, ১৭ বছর বয়সী জার্মান মিডফিল্ডার লেনার্ট কার্ল ও ১৮ বছর বয়সী সুইডিশ ফরোয়ার্ড ইয়োনাহ।
মাঝে এক বছরের বিরতিতে গত মৌসুমে বুন্ডেসলিগা শিরোপা পুনরুদ্ধার করে বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে দীর্ঘ ক্যারিয়ারে প্রথম ট্রফির স্বাদ পান কেইন।
টটেনহ্যামের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের পর আসছে মৌসুমেও সাফল্যের ধারা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ৩২ বছর বয়সী কেইন।
“ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে (আমাদের) আধিপত্য ছিল। এটা দেখাচ্ছে যে, কোচের সঙ্গে গত বছর আমরা যে ভিত গড়েছি তা এখন পূর্ণতা পেয়েছে এবং আমার মনে হচ্ছে, আমরা এখন ধাপে ধাপে এগোচ্ছি। আর আজ সঠিক লক্ষ্যে আমরা আরেক ধাপ এগিয়েছি।”
আগামী মঙ্গলবার সুইস ক্লাব গ্রাসহুপারের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে কেইন-কোমানরা।
আগামী ১৬ অগাস্ট জার্মান সুপার কাপে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর ২২ অগাস্ট লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে জার্মানির সফলতম ক্লাবটি।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম