“ইস্তাম্বুলে ওই অসুস্থ ব্যক্তি ও তার সঙ্গে থাকা দুই সহযাত্রী ফ্লাইট থেকে নেমে যান,” বলেন বিমান বাংলাদেশের কর্মকর্তা আল মাসুদ খান।
মাঝ আকাশে যাত্রী অসুস্থ, বিমানের লন্ডন ফ্লাইট নামল ইস্তাম্বুলে

- আপডেট সময় ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে
মাঝ আকাশে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইট তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার রাতে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসুস্থ হয়ে পড়া ওই যাত্রীর নাম শামসুন নেহার। মাঝ আকাশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমানের পাইলট ফ্লাইটটি (বিজি-২০১) ‘মেডিকেল ইমারজেন্সি’ ঘোষণা করে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করান।
বিমানের আইন ও জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক আল মাসুদ খান বলেছেন, ইস্তাম্বুলে ওই অসুস্থ ব্যক্তি ও তার সঙ্গে থাকা দুই সহযাত্রী ফ্লাইট থেকে নেমে যান।
ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক।
ফ্লাইটটি বাংলাদেশের সময় বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়; লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল স্থানীয় সময় বিকাল ৪টা ৫ মিনিটে।
জরুরি অবতরণের পর ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৫০ মিনিটে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার কথা।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম