০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
গাজীপুরের শ্রীপুরের এক রেস্টুরেন্টের এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নানা মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা।

রেস্টুরেন্টে তরুণীর হাতে পিস্তল দিলেন তরুণ, দুজনের খুনসুটি ‘ভাইরাল’

গাজীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৪:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে

ভিডিও থেকে নেওয়া।

 

রেস্টুরেন্টে বসা তরুণী, সামনে টেবিলে সাজিয়ে রাখা খাবার। এর মধ্যেই তার হাতে বিদেশি পিস্তল তুলে দিলেন পাশের তরুণ। পরে তা নিয়ে চলে দুজনের খুনসুটি।

গাজীপুরের শ্রীপুরের এক রেস্টুরেন্টের এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা; নানা মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা।

ভিডিওতে থাকা তরুণের নাম সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা আজাহার উদ্দিনের ছেলে।

 

Prothom Alo ভিডিও থেকে নেওয়া।

 

তবে তিনি বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক।

বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে বসে আছেন এক তরুণী। এ সময় সাজ্জাদ তার হাতে পিস্তল তুলে দেন। তরুণি বার বার পিস্তলটির হ্যামার টানার চেষ্টা করছিলেন। পরে তা আবার অন্যদের দিকে তাক করছেন।

এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজনকে ‘আমার ভাবি গ্যাংস্টার’, ‘লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ এ ধরনের মন্তব্য করে তাকে উৎসাহ দিতে শোনা যায়।

স্থানীয়দের দাবি, সাজ্জাদ হোসেন এমসি বাজার ও আশপাশের এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ নেতা হিসাবে পরিচিত। এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ আছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “অভিযুক্ত যুবক বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন। তবে তখন তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি।”

 

 

 

গাজীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরের এক রেস্টুরেন্টের এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নানা মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা।

রেস্টুরেন্টে তরুণীর হাতে পিস্তল দিলেন তরুণ, দুজনের খুনসুটি ‘ভাইরাল’

আপডেট সময় ০৪:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

 

রেস্টুরেন্টে বসা তরুণী, সামনে টেবিলে সাজিয়ে রাখা খাবার। এর মধ্যেই তার হাতে বিদেশি পিস্তল তুলে দিলেন পাশের তরুণ। পরে তা নিয়ে চলে দুজনের খুনসুটি।

গাজীপুরের শ্রীপুরের এক রেস্টুরেন্টের এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা; নানা মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা।

ভিডিওতে থাকা তরুণের নাম সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা আজাহার উদ্দিনের ছেলে।

 

Prothom Alo ভিডিও থেকে নেওয়া।

 

তবে তিনি বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক।

বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে বসে আছেন এক তরুণী। এ সময় সাজ্জাদ তার হাতে পিস্তল তুলে দেন। তরুণি বার বার পিস্তলটির হ্যামার টানার চেষ্টা করছিলেন। পরে তা আবার অন্যদের দিকে তাক করছেন।

এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজনকে ‘আমার ভাবি গ্যাংস্টার’, ‘লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ এ ধরনের মন্তব্য করে তাকে উৎসাহ দিতে শোনা যায়।

স্থানীয়দের দাবি, সাজ্জাদ হোসেন এমসি বাজার ও আশপাশের এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ নেতা হিসাবে পরিচিত। এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ আছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “অভিযুক্ত যুবক বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন। তবে তখন তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি।”

 

 

 

গাজীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম