০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
এ পদক্ষেপের মাধ্যমে কেবল একটি সরবরাহকারীর ওপর তাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে অ্যাপল এবং যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যের ওপর জোর দিচ্ছে তারা।

চিপ অ্যাপলের, বানাবে স্যামসাং, কারখানা টেক্সাসে

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে

স্যামসাংয়ের সঙ্গে এক হাজার ছয়শ ৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে টেসলা। ছবি: রয়টার্স

 

আইফোনসহ নানা অ্যাপল পণ্যের জন্য চিপ সরবরাহ করবে স্যামসাং ইলেকট্রনিকস, যা তৈরি হবে টেক্সাসের অস্টিন শহরে অবস্থিত স্যামসাংয়ের কারখানায়।

এক বিবৃতিতে অ্যাপল বলেছে, টেক্সাসের ওই কারখানায় এমন চিপ বানাবে স্যামসাং, যা আইফোনসহ তাদের নানা পণ্যকে ‘আরও শক্তিশালী ও কার্যকরভাবে চালাতে সাহায্য করবে’।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসির অনুরোধে সাড়া দেননি স্যামসাংয়ের মুখপাত্র।

এ বিবৃতিটি অ্যাপলের এমন এক ঘোষণার অংশ, যেখানে কোম্পানিটি বলেছে, যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা। ফলে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে অ্যাপলের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার কোটি ডলার।

‘এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেছেন, “গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগে অ্যাপল যেসব ইমেজ সেন্সর সনি থেকে কিনত তার কিছু অংশ এখন স্যামসাং থেকে নেবে, যেটি বড় এক পরিবর্তন।

“তবে সনি কেবল জাপানেই ইমেজ সেন্সর তৈরি করে। ফলে এখন কেবল সনির ওপর নির্ভর না করে অন্যান্য কোম্পানি থেকেও পণ্য এবং যুক্তরাষ্ট্রেই কিছু যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিচ্ছে অ্যাপল।”

রিউ আরও বলেছেন, এখনও উন্নত ইমেজ সেন্সর বাজারে আধিপত্য ধরে রেখেছে সনি। তবে এ পদক্ষেপের মাধ্যমে কেবল একটি সরবরাহকারীর ওপর তাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে অ্যাপল এবং যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যের ওপর জোর দিচ্ছে তারা।

সম্প্রতি স্যামসাংয়ের সঙ্গে এক হাজার ছয়শ ৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে মার্কিন ইভি নির্মাতা কোম্পানি টেসলা।

জুলাইয়ের শেষ দিকে কোম্পানিটির সিইও ইলন মাস্ক বলেছেন, টেক্সাসে স্যামসাংয়ের নতুন চিপ কারখানায় টেসলার পরবর্তী প্রজন্মের ‘এআই৬’ নামের চিপ তৈরি হবে।

 

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

এ পদক্ষেপের মাধ্যমে কেবল একটি সরবরাহকারীর ওপর তাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে অ্যাপল এবং যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যের ওপর জোর দিচ্ছে তারা।

চিপ অ্যাপলের, বানাবে স্যামসাং, কারখানা টেক্সাসে

আপডেট সময় ০৫:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

 

আইফোনসহ নানা অ্যাপল পণ্যের জন্য চিপ সরবরাহ করবে স্যামসাং ইলেকট্রনিকস, যা তৈরি হবে টেক্সাসের অস্টিন শহরে অবস্থিত স্যামসাংয়ের কারখানায়।

এক বিবৃতিতে অ্যাপল বলেছে, টেক্সাসের ওই কারখানায় এমন চিপ বানাবে স্যামসাং, যা আইফোনসহ তাদের নানা পণ্যকে ‘আরও শক্তিশালী ও কার্যকরভাবে চালাতে সাহায্য করবে’।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসির অনুরোধে সাড়া দেননি স্যামসাংয়ের মুখপাত্র।

এ বিবৃতিটি অ্যাপলের এমন এক ঘোষণার অংশ, যেখানে কোম্পানিটি বলেছে, যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা। ফলে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে অ্যাপলের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার কোটি ডলার।

‘এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেছেন, “গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগে অ্যাপল যেসব ইমেজ সেন্সর সনি থেকে কিনত তার কিছু অংশ এখন স্যামসাং থেকে নেবে, যেটি বড় এক পরিবর্তন।

“তবে সনি কেবল জাপানেই ইমেজ সেন্সর তৈরি করে। ফলে এখন কেবল সনির ওপর নির্ভর না করে অন্যান্য কোম্পানি থেকেও পণ্য এবং যুক্তরাষ্ট্রেই কিছু যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিচ্ছে অ্যাপল।”

রিউ আরও বলেছেন, এখনও উন্নত ইমেজ সেন্সর বাজারে আধিপত্য ধরে রেখেছে সনি। তবে এ পদক্ষেপের মাধ্যমে কেবল একটি সরবরাহকারীর ওপর তাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে অ্যাপল এবং যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যের ওপর জোর দিচ্ছে তারা।

সম্প্রতি স্যামসাংয়ের সঙ্গে এক হাজার ছয়শ ৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে মার্কিন ইভি নির্মাতা কোম্পানি টেসলা।

জুলাইয়ের শেষ দিকে কোম্পানিটির সিইও ইলন মাস্ক বলেছেন, টেক্সাসে স্যামসাংয়ের নতুন চিপ কারখানায় টেসলার পরবর্তী প্রজন্মের ‘এআই৬’ নামের চিপ তৈরি হবে।

 

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম