অধিনায়ককে ফিরে পেতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে ইন্টার মায়ামিকে।
অরল্যান্ডোর বিপক্ষে খেলা মেসির জন্য ‘খুব ঝুঁকিপূর্ণ’

- আপডেট সময় ১২:০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে
লিওনেল মেসির মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে। ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, অরল্যান্ডো সিটির বিপক্ষে পাওয়া যাবে না রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীকে। কোচের মতে, ব্যস্ত সূচি বিবেচনায় এই ম্যাচে খেলা তার সাবেক সতীর্থের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
লিগস কাপে গত ২ অগাস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়ে যান মেসি। পরীক্ষার পর ক্লাবের পক্ষ থেকে বলা হয়, তার ডান পায়ের পেশিতে ‘মাইনর’ চোট আছে। অধিনায়কের ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছু জানানো হয়নি।
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের ম্যাচে বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে অরল্যান্ডো সিটির মাঠে খেলবে মায়ামি। শনিবার সংবাদ সম্মেলনে কোচ মাসচেরানো জানান, দলের সঙ্গে যাবেন না মেসি।
“লিওকে আগামীকাল পাওয়া যাবে না। লিও ঠিক আছে, তবে সামনের সবকিছু (ব্যস্ত সূচি) বিবেচনা করে তাকে অরল্যান্ডোতে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়াটা হবে পাগলামি। আমরা আশাবাদী যে, শিগগিরই আমাদের সঙ্গে ফিরবে সে।”
এই ম্যাচের পর এমএলএসে আগামী ১৬ অগাস্ট এলএ গ্যালাক্সির বিপক্ষে খেলবে মায়ামি। এর তিন দিন পর লিগস কাপের কোয়ার্টার-ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে তারা।
মেসিকে ছাড়াই গত বুধবার মেক্সিকোর দল পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির শেষ আটে জায়গা করে নেয় মায়ামি।
চোটে পড়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩৮ বছর বয়সী মেসি।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম