মহাসড়কে চলন্ত অবস্থায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে যানটি রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়ে যায়।
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫

- আপডেট সময় ১২:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে

আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। ছবি: কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়
কেনিয়ায় পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর একটি বাসে করে ফিরতে থাকা মানুষজন মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এক পুলিশ প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকালে কিসুমু-কাকামেগা মহাসড়কে চলন্ত অবস্থায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে যাত্রীভরা যানটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে একটি খাদে পড়ে যায়। অনেক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য এই এলাকাটি বেশ পরিচিত।
পুলিশ জানিয়েছে, ১০ নারী, ১০ পুরুষ ও এক বালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর চারজনের মৃত্যু হয় হাসপাতালে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর।
বাসটির যাত্রীরা সবাই একটি কবরস্থান থেকে ফিরছিলেন। তারা সবাই এক পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার হয়নি।
বাসটি একটি মাধ্যমিক স্কুলের মালিকানাধীন। কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ায় যাতায়াতের জন্য ব্যবহার করা বাসটিতে দুর্ঘটনার সময় কোনো শিক্ষার্থী ছিল না।
নাহেরা এলাকার এক কবরস্থানে দাফন অনুষ্ঠান সারার পর বাসটি আরোহীদের নিয়ে প্রায় ৬২ কিলোমিটার দূরের নিয়াকাচে যাচ্ছিল।
কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত যাত্রীদের জন্য রক্তদানের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়টি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে চালকদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুতো সামাজিকমাধ্যম এক্সে এই দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
দুর্ঘটনাপ্রবণ এই দেশে গত সপ্তাহেই কয়েকটি বড় সড়ক ও বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নাইভাশা শহরে বাস-ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত হন আর শনিবার রাজধানী নাইরোবির কাছে সড়ক দুর্ঘটনায় মারা যান আরও ৭ জন।
২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০ শতাংশের বেশি বেড়েছে। দেশটিতে ২০২১ সালে নিহত হন ৪,৫০০ জনেরও বেশি মানুষ এবং আহত হন ১৬ হাজারের বেশি।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম