লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
‘ফেইসবুক পোস্টের’ জেরে সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

- আপডেট সময় ১২:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১১২ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন; যাকে যুবদলের সমর্থক বলছে পুলিশ।
উপজেলার পৌর শহরের কদমতলীতে শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানিয়েছেন।
নিহত যুবকের নাম রনি হোসেন; বয়স ২৯। তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলছে, রনি হোসেন স্থানীয় ‘ছাত্রদল কর্মী’ রাজু আহমদকে নিয়ে তার নিজের ফেইসবুকে ‘একাধিক পোস্ট’ করেন। এরই জের ধরে রাজু তাকে হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।
নিহত রনি হোসেন যুবদলের কার সমর্থক জানতে চাইলে ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, “তার দলে কোনো পদ-পদবি নেই। তবে রনি যুবদলের সমর্থক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে জানান তিনি।