“কাগজপত্র দেখাতে বলায় ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন,” বলা হয় প্রজ্ঞাপনে।
সার্জেন্টকে গালি দিয়ে চাকরি হারালেন সহকারী কর কমিশনার

- আপডেট সময় ১১:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
সড়কে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করে সাময়িক বরখাস্ত হয়েছেন ঢাকার কর অঞ্চল ২৫-এর সহকারী কমিশনার ফাতেমা বেগম।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।
ঘটনাটি গত ১২ এপ্রিলের। সেদিন স্বামীর সঙ্গে ফাতেমা বেগম যাওয়ার সময় তাদের গাড়ির কাগজপত্র দেখতে চান ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সার্জেন্টকে লক্ষ্য করে ফাতেমা বেগমকে গালিগালাজ করতে দেখা যায়।
সেদিনের ঘটনা তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাত ৮টার দিকে ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল তাদের টয়োটা গাড়িটি থামান। এ সময় ফাতেমা বেগম গাড়ির কাগজপত্র ঠিক আছে বলে সেগুলো সার্জেন্টকে দেখাতে চাননি।
“ট্রাফিক সার্জেন্ট আবার গাড়ির কাগজপত্র দেখাতে বলায় ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন- ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি) গালিগালাজ করেন। এর পরিপ্রেক্ষিতে সার্জেন্ট শাহা জামাল তার বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা করেন।”
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করায় ফাতেমা বেগমের বিরুদ্ধে ‘অসদাচরণের’ দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
“সে মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ফাতেমা বেগমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।”
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম